এই বছর ৭৮ বছরে পা দিলো সোনারপুর অঞ্চলের এলাচি রামচন্দ্রপুর মিলন সংঘ। প্রতিবছর এই পুজো দেখতে ভিড় জমান বহু দর্শনার্থী। তাদের এবারের থিম জয়পুরের অন্যতম দ্রষ্টব্য অ্যালবার্ট মিউজিয়াম। মণ্ডপ তৈরিতে ব্যবহার হচ্ছে প্লাই, ফোম, থার্মোকল।
এই বছর ৭৮ বছরে পা দিলো সোনারপুর অঞ্চলের এলাচি রামচন্দ্রপুর মিলন সংঘ। প্রতিবছর এই পুজো দেখতে ভিড় জমান বহু দর্শনার্থী। তাদের এবারের থিম জয়পুরের অন্যতম দ্রষ্টব্য অ্যালবার্ট মিউজিয়াম। মণ্ডপ তৈরিতে ব্যবহার হচ্ছে প্লাই, ফোম, থার্মোকল। সেই সঙ্গে থাকছে বাংলার শিল্পিদের নিঁখুত হাতের কাজ। মন্ডপের অন্দরসজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে দুর্গার নানান রুপ।