আজকে এসএসকেএম থেকে ধর্মতলা পর্যন্ত জুনিয়র ডাক্তারদের মিছিল ছিল। ধর্মতলা এসে ডাক্তাররা তাঁদের পরবর্তী কর্মসূচি নিয়ে কিছু বক্তব্য রাখতেন। কিন্তু ধর্মতলা পৌঁছতেই অভিযোগ উঠলো পুলিশ দুজন জুনিয়র ডাক্তারদের উপর হাত তোলে।
আজকে এসএসকেএম থেকে ধর্মতলা পর্যন্ত জুনিয়র ডাক্তারদের মিছিল ছিল। ধর্মতলা এসে ডাক্তাররা তাঁদের পরবর্তী কর্মসূচি নিয়ে কিছু বক্তব্য রাখতেন। কিন্তু ধর্মতলা পৌঁছতেই অভিযোগ উঠলো পুলিশ দুজন জুনিয়র ডাক্তারদের উপর হাত তোলে। কার্যত অভিযোগ তাঁদের লাঠি মারা হয় ও পরে মাটিতে ফেলে মারা হয়। এর জেরে উত্তপ্ত জুনিয়র ডাক্তাররা। পুলিশদের ২৪ ঘণ্টা আল্টিমেটাম দেওয়া হয় ক্ষমা চাওয়ার জন্য। ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না আসলে আমরণ অনশনে যাবেন ডাক্তাররা। এর পাশাপাশি কর্মবিরতিও প্রত্যাহার করা হয় জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে।