ঠিক যেন মনসামঙ্গল কাব্যের দৃশ্য! সাপের কামড়ে মৃত শিশুর দেহ ভাসছে কলার ভেলাতে! ফের মধ্যযুগীয় কুসংস্কারের ছায়া কাকদ্বীপে। বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু হয়েছে শিশুর। বেঁচে ফেরার আশায় কলার ভেলায় শিশুর দেহ ভাসানো হল নদীতে।
ঠিক যেন মনসামঙ্গল কাব্যের দৃশ্য! সাপের কামড়ে মৃত শিশুর দেহ ভাসছে কলার ভেলাতে! ফের মধ্যযুগীয় কুসংস্কারের ছায়া কাকদ্বীপে। বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু হয়েছে শিশুর। বেঁচে ফেরার আশায় কলার ভেলায় শিশুর দেহ ভাসানো হল নদীতে। অবশেষে পুলিশ নদী থেকে ওই শিশুর দেহ উদ্ধার করল। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের প্রসাদপুরের ঘটনা।