এই মায়ের রয়েছে দশটি মাথা, দশটি হাত ও দশটি পা। দশ মাথার মহাকালী নামেই পরিচিত এই মা। মালদা জেলার ইংরেজবাজারের ব্যায়াম সমিতির কালীপুজো। অমাবস্যায় নয় ভূত চতুর্দশীতেই পুজো হয় এই মায়ের।
এই মায়ের রয়েছে দশটি মাথা, দশটি হাত ও দশটি পা। দশ মাথার মহাকালী নামেই পরিচিত এই মা। মালদা জেলার ইংরেজবাজারের ব্যায়াম সমিতির কালীপুজো। অমাবস্যায় নয় ভূত চতুর্দশীতেই পুজো হয় এই মায়ের। পুজোর আগে এই মাকে নিয়ে ঘোরানো হয় শহর। শোল মাছের টক এই মায়ের অন্যতম প্রধান ভোগ। ৯৪ বছরে পড়ল ইংরেজ বাজারের এই মহাকালীর পুজো।