Kaliaganj News: অশান্তির আবহে গুলিবিদ্ধ যুবকের দেহ উদ্ধার কালিয়াগঞ্জে, পুলিশের দিকেই আঙুল তুলছে বিজেপি

কালিয়াগঞ্জে উদ্ধার হল যুবকের গুলিবিদ্ধ দেহ। ঘটনা ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে কালিয়াগঞ্জে।

কিশোরীকে ধর্ষণ ও খুনের ঘটনায় ইতিমধ্যেই উত্তপ্ত কালিয়াগঞ্জ। এরইমধ্যেই কালিয়াগঞ্জে উদ্ধার হল যুবকের গুলিবিদ্ধ দেহ। ঘটনা ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে কালিয়াগঞ্জে। বৃহস্পতিবার কালিয়াগঞ্জের রাধিকাপুর গ্রাম থেকে উদ্ধার হল যুবকের গুলিবিদ্ধ দেহ। মৃতের নাম মৃত্যুঞ্জয় বর্মন, বয়স ৩৩ বছর। জানা যাচ্ছে মৃত যুবক স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্যের ভাইপো। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এই ঘটনায় পুলিশকেই কাঠগড়ায় তুলছে বিরোধী দলনেতা। পুলিশের বিরুদ্ধে যুবককে খুনের অভিযোগ আনছেন শুভেন্দু অধিকারী। সেই সুরেই সুর মেলালেন রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীও। তাঁর দাবি মুখ্যমন্ত্রীর নির্দেশেই পুলিশ বিজেপি কার্যকর্তাদের উপর অত্যাচার চালাচ্ছে ও গ্রেফতার করছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার কালিয়াগঞ্জে বন্ধ হল ইন্টারনেট পরিষেবা। ভুয়ো খবর ছড়ানো রুখতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। উল্লেখ্য সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই কালিয়াগঞ্জ নিয়ে ছড়িয়ে পড়েছে বিভিন্ন খবর। এই পরিস্থিতিতে যাতে কোনও মতেই ভুয়ো খবর বা কোনও রকমের প্ররোচনামূলক তথ্য না ছড়িয়ে পরে সে দিকে বিশেষ নজর রাখছে প্রশাসন। আগামী কয়েকদিনও কালিয়াগঞ্জে বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। প্রসঙ্গত কালিয়াগঞ্জ প্রসঙ্গে বুধবার বিস্ফোরক মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিহার থেকে লোক এনে অশান্তি করা হয়েছে বলে মুখ্যমন্ত্রীর দাবি। মহিলা পুলিশ কর্মীদের গায়েও হাত তোলা হয়েছে এমকি সরকারি ও বেসরকারি সম্পত্তিও নষ্ঠ করা হয়েছে বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী।

Latest Videos

কিশোরীকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল কালিয়াগঞ্জ। দফায় দফায় অশান্তি সৃষ্টি হচ্ছে এলাকায়। মঙ্গলবার দোষীদের শাস্তির দাবিতে ফের আন্দোলনে নামে স্থানীয়রা। কালিয়াগঞ্জ থানায় আগুন ধরিয়ে দেওয়া থেকে শুরু করে পুলিশ কর্মীকে মারধরের মত একের পর এক ঘটনা সামনে আসে। এবার এই ঘটনা নিয়ে মুখ খুললেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন,'কালিয়াগঞ্জবাসী এই ধরণের পরিস্থিতি আগে কখনও দেখেনি।' বয়রা মায়ের মন্দির চত্ত্বরে দাঁড়িয়ে তিনি বলেন,'আমাদের বয়েরা মা, আমাদের নাট মন্দির, প্রভু শ্রী গোবিন্দ আমাদের রক্ষা করেন। কালিয়াগঞ্জবাসী এর আগে এই পরিস্থিতি দেখেনি।' বিধায়কের সংযোজন,'আজকে রাজনীতির জন্য চেয়ারের জন্য চক্রান্ত করা হয়েছে কালিয়াগঞ্জের বাসিন্দা তার উচিত জবাব দেবে।'

আরও পড়ুন - 

কালিয়াগঞ্জে বন্ধ ইন্টারনেট পরিষেবা, ভুয়ো খবর রুখতে কড়া পদক্ষেপ প্রশাসনের

আপাত-স্বস্তি গরু পাচার মামলায় অভিযুক্ত আব্দুল লতিফের, শর্ত সাপেক্ষে মিলল জামিন

১০ বিঘারও বেশি জমি-চালকল-১৬ কোটির ফিক্সড ডিপোজিট! অনুব্রত কন্যার সম্পত্তি দেখে চোখ কপালে ইডির

Share this article
click me!

Latest Videos

চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মেয়েদের সঙ্গে কুকর্ম! ধরা পড়লো হাতেনাতে! চাঞ্চল্য Nadia-এ, দেখুন
অবশেষে নির্ধারিত হলো RG Kar মামলার রায় ঘোষণার দিন! শেষ পরিণতি কী হবে, অপেক্ষায় পুরো রাজ্য | RG Kar
‘৫০% মুসলমান হলে West Bengal-এর অবস্থাও Bangladesh-এর মতো হবে’ বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
তেড়ে এলেন আরাবুল, তুমুল উত্তেজনা! তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত ভাঙড় | Bhangar News Today
'মমতার সমর্থন নিয়েছ তো মরেছ' কেজরিওয়ালকে সাবধান অধীর রঞ্জন চৌধুরীর | Adhir on Mamata