'উকিল ছিল নাকি!' অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কে চ্যালেঞ্জ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, বললেন খুনের চক্রান্ত চলছে

Published : Oct 25, 2024, 04:40 PM IST
Kalyan Banerjee and Abhijit Ganguly clash over Waqf Bill in JPC bsm

সংক্ষিপ্ত

কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁকে টার্গেট করা হয়েছে। তিনি আরও বলেছেন, তাঁকে খুনের চক্রান্ত করা হয়েছে। কল্যাণ বলেন, আমাকে টার্গেট করা হয়েছে কারণ আমি প্রতিবাদ করি। অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষতার বিষয়ে কোনও আপোস করব না 

 

ওয়াকফ বিল যৌথ সংসদীয় কমিটিতে তুলকালমের পরে চুপ থাকতে রাজি নন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার আরও বিস্ফোরক কল্যাণ। সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিজেপির সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দিন কয়েক আগেই দিল্লিতে আলোচনায় সভায় উত্তেজিত হয়ে কল্যাণ কাচের বোতলে নিজের হাত কাটেন। সেই নিয়েই তিনি প্রতিক্রিয়া দিয়েছেন। যদিও সেই সময় তিনি কিছুই বলেননি।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁকে টার্গেট করা হয়েছে। তিনি আরও বলেছেন, তাঁকে খুনের চক্রান্ত করা হয়েছে। কল্যাণ বলেন, 'আমাকে টার্গেট করা হয়েছে কারণ আমি প্রতিবাদ করি। অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষতার বিষয়ে কোনও আপোস করব না। আমাকে খুন করার চক্রান্ত চলছে। ওরা আমাকে খুন করতে পারে।' তবে এখানেই খান্ত হননি কল্যাণ। তিনি সরাসরি বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। বলেন, 'অভিজিৎ গঙ্গোপাধ্যায় জুডিশিয়ারির কুলাঙ্গার। উকিল ছিল নাকি? ওকে চ্যালেঞ্জ করেছি। কলেজিয়ামে দুই জন বন্ধুকে ধরে জাজ হয়েছএ। একদিন লিগাল পয়েন্টে একটা মামলা লড়ে দেখাক'

ঘটনার দিনের কথাও স্মরণ করেছেন তিনি। বলেছেন, 'আমি নিজে আগের দিন রাতে চেয়ারম্যান জগদম্বিকা পালের জন্মদিন পালন করেছি। আমার হাতে ৬টা সেলাই পড়েছএ। নূন্যতম সৌজন্য নেই। বিরোধীরা ছাড়াজেপিসির অন্য সদস্যরা আমায় জিজ্ঞাসা করেনি যে কী হয়েছে। কমিটির রুম থেকে ফোঁটা ফোঁটা রক্ত প়ড়তে পড়তে গিয়েছি । শতাব্দী সেই রক্তের ফোঁট দেখে আমার কাছে পৌঁছেছে।'

গত ২২ অক্টোবর ওয়াকফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠক বসেছিল দিল্লিতে। সেখানেই বিল নিয়ে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন কল্যাণ-অভিজিৎ। পেশায় দুজনেই আইনজ্ঞ। তর্কাতর্কি মারাত্মক আকার নয়। সেই সময়ই কল্যণ নিজের টেবিলে থাকে একটি কাচের জল ভরা বোতল আছড়ে টেবিলে মারেন। যদিও বিজেপির সাংসদদের অভিযোগ কল্যণ বোতলটি চেয়ারম্যানের দিকে ছুঁড়ে মারতে চেয়েছিলেন। কিন্তু তাতে তিনি ব্যর্থ হয়। কিন্তু সেই বোতলের ভাঙা কাচে হাত কাটে কল্যণের। বুড়ো আঙ্গুল ও কনিষ্ঠায় চোট পান কল্যাণ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

'কোর্টে হারিয়েছি, এবার এপ্রিলে ভোটে হারাব' বারাসাতে অভিষেকের চরম হম্বিতম্বি! দেখুন
'কোর্টে হারিয়েছি, এবার এপ্রিলে ভোটে হারাব' বারাসাতে অভিষেকের চরম হম্বিতম্বি! | Abhishek Banerjee