ভাটপাড়া উৎসবে মৃত্যু কল্যাণীর নৃত্য শিল্পীর। নাচের অনুষ্ঠানের পরেই আচমকা স্টেজ থেকে পড়ে মৃত্যু শিল্পীর। মৃত নৃত্যশিল্পীর নাম সজল বারুই (২২) । পরিজনদের অভিযোগ, স্টেজে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে সজলের।
ভাটপাড়া উৎসবে মৃত্যু কল্যাণীর নৃত্য শিল্পীর। নাচের অনুষ্ঠানের পরেই আচমকা স্টেজ থেকে পড়ে মৃত্যু শিল্পীর। মৃত নৃত্যশিল্পীর নাম সজল বারুই (২২) । পরিজনদের অভিযোগ, স্টেজে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে সজলের। তবে দেহের ময়নাতদন্ত হলেই মৃত্যুর কারণ বোঝা যাবে। শোকের ছায়া ভাটপাড়া উৎসবে।