
কানাইপুরে তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তী খুনের ঘটনায় বড় সাফল্য পুলিশের হাতে। আজ সকালে বাঁকুড়ার সোনামুখি থেকে গ্রেফতার করা হল মূল অভিযুক্ত বাঘা ওরফে ভোলানাথ দাসকে।
কানাইপুরে তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তী খুনের ঘটনায় বড় সাফল্য পুলিশের হাতে। আজ সকালে বাঁকুড়ার সোনামুখি থেকে গ্রেফতার করা হল মূল অভিযুক্ত বাঘা ওরফে ভোলানাথ দাসকে। এই মামলায় এ পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই বাঘার ভাই বিশা ওরফে বিশ্বনাথ দাস ও বারাসাত-শাসন থেকে দুই ভাড়াটে খুনিকে হেফাজতে নিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিবাদের জেরেই খুনের ছক কষে বাঘা। বিশা তিন লক্ষ টাকায় দুই পেশাদার খুনিকে ভাড়া করে। একসময় কানাইপুরে ত্রাস ছিল বাঘা, তবে হুব্বা শ্যামলের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে ছিল সে।
পুলিশ এখন পুরো ষড়যন্ত্রের তদন্তে নেমেছে।