
Suvendu Adhikari Burn 26 Pakistani Flags : কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে যাওয়া জঙ্গি হামলার প্রতিবাদে পশ্চিমবঙ্গ বিধানসভা চত্বরে তীব্র প্রতিবাদে ফেটে পড়লেন বিজেপি বিধায়কেরা। আজ বিধানসভা চত্বরে পাকিস্তানের ২৬টি জাতীয় পতাকা পুড়িয়ে প্রতিবাদ জানান তাঁরা।
Suvendu Adhikari Burn 26 Pakistani Flags : কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে যাওয়া জঙ্গি হামলার প্রতিবাদে পশ্চিমবঙ্গ বিধানসভা চত্বরে তীব্র প্রতিবাদে ফেটে পড়লেন বিজেপি বিধায়কেরা। আজ বিধানসভা চত্বরে পাকিস্তানের ২৬টি জাতীয় পতাকা পুড়িয়ে প্রতিবাদ জানান তাঁরা। এই প্রতীকী কর্মসূচির মাধ্যমে শহিদ ২৬ জন ভারতীয়ের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং পাকিস্তানকে কড়া বার্তা দেওয়া হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই প্রতিবাদে নেতৃত্ব দেন এবং সেখান থেকেই পাকিস্তানের বিরুদ্ধে ‘বদলার’ ডাক দেন। তিনি বলেন, “ভারতের মাটিতে এ ধরনের কাপুরুষোচিত জঙ্গি হামলা আমরা সহ্য করব না। পাকিস্তানকে এর জবাব দিতেই হবে।”
এই প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ চরমে উঠেছে রাজ্য রাজনীতিতে। বিজেপির দাবি, এখন সময় হয়েছে কড়া পদক্ষেপ নেওয়ার, শুধুমাত্র নিন্দা নয়—প্রয়োজন দৃঢ় প্রতিক্রিয়া।