Kashmir News : কাশ্মীরে পহেলগাঁওতে জঙ্গি হামলা। জঙ্গি হামলায় মৃত ২৬ পর্যটক। নিহত বাংলার বিতান অধিকারী। ১৮ তারিখ সস্ত্রীক কাশ্মীর ঘুরতে গিয়েছিলেন বিতান। আগামী বৃহস্পতিবার বাড়ি ফেরার কথা ছিল। জঙ্গি হামলায় পহেলগাঁওর রিসর্টেই নিহত হন বিতান। নিহত বিতানের বাড়িতে মন্ত্রী অরূপ রায়।