হাতে মোটে আর ১০০টা দিন! ঢাক-ঢোল বাজিয়ে আসছেন মা, এবার পুজোয় কোন দিন কী পড়েছে জানেন?
আর হাতে মাত্র ১০০ টা দিন। তারপরেই আবার ঢাকের বাদ্যি বাজবে। ঘরে ঘরে নতুন জামার গন্ধ বেরবে। গাছ জুড়ে ফুটবে শিউলি ফুল।
কাশ ফুল ফোটার আগেই জেনে নিন এই বছর পুজোর দিনক্ষণ। ঠিক কোন দিন কী কী পড়েছে তা একবার নিমেষের মধ্যে চোখ বুলিয়ে নিন।
চলতি বছর ২০২৪ সালে মহাপঞ্চমী পড়েছে ৮ অক্টোবর ২১ আশ্বিন মঙ্গলবার। মহাষষ্ঠী পড়েছে ৯ অক্টোবর ২২ আশ্বিন বুধবার।
মহাসপ্তমী পড়েছে ১০ অক্টোবর ২৩ আশ্বিন বৃহস্পতিবার। মহাষ্টমী পড়েছে ১১ অক্টোবর ২৪ আশ্বিন শুক্রবার।
মহানবমী পড়েছে ১২ অক্টোবর ২৫ আশ্বিন শনিবার। মহাদশমী পড়েছে ১২ অক্টোবর ২৫ আশ্বিন।
২০২৪-এ লক্ষ্মীপুজো পড়েছে ১৬ অক্টোবর ২৯ আশ্বিন বুধবার।
কালীপুজো পড়েছে ৩১ অক্টোবর ১৪ কার্ত্তিক বৃহস্পতিবার।
২০২৪-এ ভাইফোঁটা পড়ছে ৩ নভেম্বর ১৭ কার্ত্তিক রবিবার।