যশোর রোডে আস্ত বিমান! যশোর রোডে ধেয়ে আসল বিশাল বিমান! প্লেন দেখতে মানুষের ভিড় যশোর রোডে। ঘটনাস্থল, উত্তর ২৪ পরগনার, নিউ বারাকপুর বিটি কলেজ সংলগ্ন এলাকা।
যশোর রোডে আস্ত বিমান! যশোর রোডে ধেয়ে আসল বিশাল বিমান! প্লেন দেখতে মানুষের ভিড় যশোর রোডে। ঘটনাস্থল, উত্তর ২৪ পরগনার, নিউ বারাকপুর বিটি কলেজ সংলগ্ন এলাকা। যদিও বিমানটি একটি পুরনো বিমানের অংশ। ভিন রাজ্যের এক সংস্থা এই পুরনো বিমানটির অংশ কিনে নেয়। এরপর সড়কপথে বিমানটি নিয়ে যাওয়ার সময় ঘটে-বিপত্তি। নেট মাধ্যমে বিমানের এই ভিডিও ভাইরাল