Kolkata Law College Update : কসবা কাণ্ডে নির্যাতিতাকে নিয়ে আসা হল কোর্টে। আলিপুর কোর্টে কসবা কাণ্ডের নির্যাতিতা ছাত্রী। কোর্টে গোপন জবানবন্দি নির্যাতিতা ছাত্রীর। কসবা কাণ্ডে SIT গঠন করল পুলিশ। ধৃত সিকিউরিটি গার্ডের ১ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজত।