সব রেকর্ড ভেঙে চুরমার কলকাতা মেট্রোর, বছর শেষে নয়া রেকর্ডের কথা জানিয়ে যাত্রীদের ধন্যবাদ দিল কর্তৃপক্ষ

আবার নতুন রেকর্ড কলকাতা মেট্রোর। এবার রেকর্ড তৈরি হল যাত্রী সংখ্যায়। গত বছরের তুলনায় এবার কয়েক গুণ মেট্রো যাত্রীর সংখ্যা বাড়ল।

 

Saborni Mitra | Published : Dec 28, 2024 4:07 PM
110
কলকাতা মেট্রো

দেশের প্রাচিনতম মেট্রো হল কলকাতা মেট্রো। বর্তমানে শাখাপ্রশাখা বিস্তার করতে শুরু করেছে কলকাতা মেট্রো। বাড়তে শুরু করেছে কলকাতা মেট্রোর যাত্রী সংখ্যা।

210
যাত্রী সংখ্যা বৃদ্ধি

কলকাতা মেট্রোর যাত্রী সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। বড়দিনেই রেকর্ডের সুখবর শোনাল মেট্রো কর্তৃপক্ষ।

310
নভেম্বর পর্যন্ত যাত্রী সংখ্যা

কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছর নভেম্বর মাস পর্যন্ত ১৪.৭২ কোটি যাত্রী মেট্রোতে সফর করেছেন।

410
গত বছর যাত্রী সংখ্যা

গত বছর মেট্রো রেলে যাত্রী সংখ্যা ছিল ১২.৭ কোটি। চলতি বছরের থেকে অনেকটাই কম। যাত্রী সংখ্যা চলতি বছর বাড়ায় যাত্রীদেরই ধন্যবাদ দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। 

510
শতাংশ হারে বৃদ্ধি

গত বছরের থেকে এই বছর যাত্রী সংখ্যা ১৫.৯১ শতাংশ বেড়েছে বলেও জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

610
উন্নত পরিষেবা

মেট্রো রেলের যাত্রীদের কথা ভেবে পরিষেবাও উন্নত করা হয়েছে। প্রযুক্তির ওপরেও জোর দিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। এখন আর যাত্রীদের টিকিটের জন্য লাইনে দাঁড়াতে হয় না।

710
অ্যাপ নির্ভরতা

চলতি বছর নভেম্বর পর্যন্ত, মোট ৯.৩৪ লক্ষ অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এবং .৪৮ লক্ষ আইওএস সিস্টেম ব্যবহারকারী ‘মেট্রো রাইড কলকাতা’ অ্যাপ ডাউনলোড করেছেন।

810
উৎসবে ভিড়

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, উৎসবের দিনগুলিতে মেট্রো রেলে যাত্রীদের ভিড় অনেকটাই বেড়ে যায়। পুজোর সময় হ্যান্ড হেল্ড টার্মিনালের সাহায্য টিকিট দেওয়া হয়েছিল প্রথমবার।

910
মেট্রো পরিষেবা বাড়ছে

বর্তমানে মেট্রো রেল নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলে। সাত মিনিট অন্তর অন্তর মেট্রো চলে। অন্যদিকে এসপ্ল্যানেড থেকে হাওড়া আর শিয়ালদহ থেকে সল্টলেক পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়েছে।

1010
নতুন বছরের সুখবর

নতুন বছর , ২০২৫ সাল থেকে সল্টলেক থেকে হাওড়া পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হবে বলেও জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। অন্যদিকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো চালু হতে পারে বলে খবর।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos