দেশের প্রাচিনতম মেট্রো হল কলকাতা মেট্রো। বর্তমানে শাখাপ্রশাখা বিস্তার করতে শুরু করেছে কলকাতা মেট্রো। বাড়তে শুরু করেছে কলকাতা মেট্রোর যাত্রী সংখ্যা।
যাত্রী সংখ্যা বৃদ্ধি
কলকাতা মেট্রোর যাত্রী সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। বড়দিনেই রেকর্ডের সুখবর শোনাল মেট্রো কর্তৃপক্ষ।
নভেম্বর পর্যন্ত যাত্রী সংখ্যা
কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছর নভেম্বর মাস পর্যন্ত ১৪.৭২ কোটি যাত্রী মেট্রোতে সফর করেছেন।
গত বছর যাত্রী সংখ্যা
গত বছর মেট্রো রেলে যাত্রী সংখ্যা ছিল ১২.৭ কোটি। চলতি বছরের থেকে অনেকটাই কম। যাত্রী সংখ্যা চলতি বছর বাড়ায় যাত্রীদেরই ধন্যবাদ দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
শতাংশ হারে বৃদ্ধি
গত বছরের থেকে এই বছর যাত্রী সংখ্যা ১৫.৯১ শতাংশ বেড়েছে বলেও জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
উন্নত পরিষেবা
মেট্রো রেলের যাত্রীদের কথা ভেবে পরিষেবাও উন্নত করা হয়েছে। প্রযুক্তির ওপরেও জোর দিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। এখন আর যাত্রীদের টিকিটের জন্য লাইনে দাঁড়াতে হয় না।
অ্যাপ নির্ভরতা
চলতি বছর নভেম্বর পর্যন্ত, মোট ৯.৩৪ লক্ষ অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এবং .৪৮ লক্ষ আইওএস সিস্টেম ব্যবহারকারী ‘মেট্রো রাইড কলকাতা’ অ্যাপ ডাউনলোড করেছেন।
বর্তমানে মেট্রো রেল নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলে। সাত মিনিট অন্তর অন্তর মেট্রো চলে। অন্যদিকে এসপ্ল্যানেড থেকে হাওড়া আর শিয়ালদহ থেকে সল্টলেক পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়েছে।
নতুন বছরের সুখবর
নতুন বছর , ২০২৫ সাল থেকে সল্টলেক থেকে হাওড়া পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হবে বলেও জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। অন্যদিকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো চালু হতে পারে বলে খবর।