গলায় কাঁচি দিয়ে কোপ, মৃত্যু তরতাজা যুবকের। ঘটনায় এখনও চাপা উত্তেজনা চিংড়িঘাটায়। অভিযুক্ত যুবক বিট্টুকে এদিন ধরে ফেলে উত্তেজিত জনতা। পুলিশের সামনেই চলে বেধড়ক মারধর। মুহূর্তেই এলাকা হয়ে উঠেছিল রণক্ষেত্র।
গলায় কাঁচি দিয়ে কোপ, মৃত্যু তরতাজা যুবকের। ঘটনায় এখনও চাপা উত্তেজনা চিংড়িঘাটায়। অভিযুক্ত যুবক বিট্টুকে এদিন ধরে ফেলে উত্তেজিত জনতা। পুলিশের সামনেই চলে বেধড়ক মারধর। মুহূর্তেই এলাকা হয়ে উঠেছিল রণক্ষেত্র। এলাকাবাসীরা অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছে। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও তুলেছেন তারা। বারবার অপরাধ করলেও ছাড়া পেয়ে যেত বিট্টু সর্দার, এমনটাই অভিযোগ এলাকাবাসীদের। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ