নদীয়ার হোগালবেড়িয়া থানার অন্তর্গত সেন পাড়া গ্রামে অধিষ্ঠিত রয়েছেন কৃষ্ণকালী মাতা। বছরের প্রত্যেকদিন নিত্য সেবা হলেও কালীপুজোর দিন করা হয় বিশেষ পুজো। একই সঙ্গে করা হয় প্রথমে কৃষ্ণের এবং পরে মা কালীর পুজো করা হয়।
নদীয়ার হোগালবেড়িয়া থানার অন্তর্গত সেন পাড়া গ্রামে অধিষ্ঠিত রয়েছেন কৃষ্ণকালী মাতা। বছরের প্রত্যেকদিন নিত্য সেবা হলেও কালীপুজোর দিন করা হয় বিশেষ পুজো। একই সঙ্গে করা হয় প্রথমে কৃষ্ণের এবং পরে মা কালীর পুজো করা হয়। ২০১৪ সালে এলাকারই এক বাসিন্দার স্বপ্নাদেশেই নির্মাণ হয় এই মন্দির। তখন থেকেই এই পুজো হয়ে আসছে।