Lakshmir Bhandar: দারুণ খবর! জুন থেকেই ১৫০০ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার? নয়া ঘোষণা ভাতা নিয়ে

Published : May 28, 2025, 07:34 AM IST

Lakshmir Bhandar: পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধির সম্ভাবনা। জুন মাস থেকে সাধারণ জাতির মহিলারা ১৫০০ টাকা এবং তপশলি জাতির মহিলারা ১৮০০ টাকা করে পেতে পারেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, এই ভাতা সারাজীবন চলবে।

PREV
110

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক সমাজ কল্যান মূলক প্রকল্প চালু করেছে। এর দ্বারা উপকৃত হচ্ছেন সমস্ত স্তরের রাজ্যবাসী।

210

চালু করেছেন বিভিন্ন ভাতা। যারা দ্বারা এই রাজ্যের পড়ুয়া থেকে বৃদ্ধ সকলেই প্রতি মাসে পাচ্ছেন আর্থিক সহায়তা।

310

এই সকল ভাতার তালিকায় আছে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা।

410

রাজ্যের মহিলাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন এই ভাতা। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা পেয়ে থাকেন এই ভাতা।

510

সদ্য এই ভাতা নিয়ে প্রকাশ্যে এল নয়া খবর। শোনা যাচ্ছে, এবার ৫০০ থেকে ৬০০ টাকা বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্রে।

610

জুন থেকে সাধারণ জাতির মহিলার ১৫০০ টাকা এবং তপশিলি জাতির মহিলারা পাবেন ১৮০০ টাকা করে।

710

বর্তমানে সাধারণ জাতির মহিলারা ১০০০ টাকা এবং তপশিলি জাতির মহিলারা ১২০০ টাকা করে পেয়ে থাকেন। বর্তমানে সর্বত্র কানঘুষো বাড়বে এই ভাতা। তবে মেলেনি নিশ্চিত কোনও খবর।

810

এদিকে সদ্য লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মুখ্যমন্ত্রী বিশেষ ঘোষণা করেন। তিনি বলেন সারাজীবন চলবে এই ভাতা.

910

উত্তরবঙ্গে এক সভায় বিশেষ ঘোষণা করেন তিনি। সেখানে লেন, লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতে নয়, সারা পৃথিবীতে প্রথম আমরা চালু করেছিলাম। সারা জীবন পর্যন্ত চলবে। এই প্রকল্প মহিলাদের সম্মান।

1010

তিনি বলেন, কেউ কেউ এখন থেকে বলছে এত দেব, অত দেব। নির্বাচনের আগে যা বলেছিল, দেয়নি।

Read more Photos on
click me!

Recommended Stories