বাতিল হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার! আগের মতো আর টাকা ঢুকবে না ব্যাঙ্ক অ্যাকাউন্টে, টাকা পাওয়ার নতুন নিয়ম কী?

Published : Nov 12, 2024, 09:13 AM IST

বাতিল হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার! আগের মতো আর টাকা ঢুকবে না ব্যাঙ্ক অ্যাকাউন্টে, টাকা পাওয়ার নতুন নিয়ম কী?

PREV
17

বাতিল হয়ে যাবে সমস্ত লক্ষ্মীরভাণ্ডার! কারও ১ টাকাও ঢুকবে না আর অ্যাকাউন্টে। কড়া নির্দেশ দিল রাজ্য সরকার।

27

এবার থেকে বিপুল সংখ্যক মহিলার অ্যাকাউন্টে আর টাকা ঢুকবে না। এমনই জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। কিন্তু কেন?

37

লক্ষ্মীর ভাণ্ডার পেতে হলে অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হবে। নইলে বন্ধ হয়ে যাবে এই ফান্ডের টাকা।

47

এই খাতে টাকা পেতে অবশ্যই স্বাস্থ্যসাথী কার্ড থাকতে হয়। টাকা পাওয়ার জন্য় স্বাস্থ্যসাথী ও আধার কার্ডের জেরক্স জমা দিতে হয়। এ ছাড়াও

57

ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকতে হয়। এ ছাড়াও জমা দিতে হবে পাসবুকের প্রথম পাতার জেরক্স।

67

এইসব নথি জমা না দিলে একদমই মিলবে না এই প্রকল্পের টাকা। প্রত্যেক মহিলাকেই এই নিয়ম মেনে চলতে হবে।

77

নবান্নের তরফে জানানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করবেন তাদের উপযুক্ত নথি জমা দিলে তবেই মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা।

click me!

Recommended Stories