‘দিদির দূত আসছে, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত দুর্নীতিগ্রস্থ দিদির দূত। কথা শুনতে না চাইলে ঘরের মধ্যে বেঁধে রেখে অভিযোগ শোনান। চড় মারলে আপনারাও ছাড়বেন না, ধরে চার-পাঁচটা আপনারাও দিন। চড় দেওয়ার দরকার আছে, টাকা লুট করবে আবার চড়ও মারবে।’
'দিদির দূত আসছে, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত দুর্নীতিগ্রস্থ দিদির দূত। কথা শুনতে না চাইলে ঘরের মধ্যে বেঁধে রেখে অভিযোগ শোনান। চড় মারলে আপনারাও ছাড়বেন না, ধরে চার-পাঁচটা আপনারাও দিন। চড় দেওয়ার দরকার আছে, টাকা লুট করবে আবার চড়ও মারবে। আমি সামনে থাকলে তো চারটে থাপ্পড় মারতাম। কেউ ভয় পাবেন না, সবাই এগিয়ে চলুন', হুঙ্কার হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের।