সাংবাদিক সম্মেলনে এক যোগে মোদী ও মমতাকে বিঁধলেন অধীর রঞ্জন চৌধুরী। পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি জানান কে কত বড় হিন্দু তার লড়াই চলছে। একজন রামমন্দির তো আর একজন জগন্নাথ মন্দির বানাচ্ছে।
রবিবার লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করে তৃণমূল। এরপর সাংবাদিক সম্মেলনে এক যোগে মোদী ও মমতাকে বিঁধলেন অধীর রঞ্জন চৌধুরী। পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি জানান কে কত বড় হিন্দু তার লড়াই চলছে। একজন রামমন্দির তো আর একজন জগন্নাথ মন্দির বানাচ্ছে। রুটি-রুজির কী হলো? চাকরি কই? শিক্ষা কই? শিল্প কই? প্রশ্ন তুললেন অধীর।