মালদায় ভোট প্রচারে গিয়ে মমতাকে বেলাগাম আক্রমণ শুভেন্দুর। তিনি জানান 'তৃণমূল এখন তোলামূল আর দিদিমণি এখন পিসিমণি হয়েছে'।
'তৃণমূল এখন তোলামূল আর দিদিমণি এখন পিসিমণি হয়েছে', 'বিজেপি ৫৪৩টি আসনে লড়ছে আর তৃণমূল ৪৫টি আসনে লড়ছে', 'বেল পাকলে কাকের কী আর দেশের নির্বাচনে তৃণমূলের কী'? উত্তর মালদায় ভোট প্রচারে গিয়ে তৃণমূলকে বেলাগাম আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী।