Lok sabha Election Results Live Update: অনুব্রতহীন বীরভূমেও সবুজ ঝড়, জিতলেন শতাব্দী রায় এবং অসিত মাল

Published : Jun 04, 2024, 07:20 PM ISTUpdated : Jul 23, 2024, 05:30 PM IST
tmc flag

সংক্ষিপ্ত

অনুব্রতহীন বীরভূমেও সবুজ ঝড়। বীরভূম রইল তৃণমূলেরই। বিপুল ব্যবধানে জিতলেন শতাব্দী রায় এবং অসিত মাল।

অনুব্রতহীন বীরভূমেও সবুজ ঝড়। বীরভূম রইল তৃণমূলেরই। বিপুল ব্যবধানে জিতলেন শতাব্দী রায় এবং অসিত মাল।

একদা বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট এখন জেলে। কিন্তু তাতে কি? বীরভূমে তৃণমূলের সংগঠনে যেন একটুও মরচে পড়েনি। প্রমাণ পাওয়া গেল আবারও। যদিও এবারের লোকসভা নির্বাচনে বোলপুর ও বীরভূম আসন নিয়ে খানিকটা চিন্তায় ছিল ঘাসফুল শিবির। কিন্তু ভোটের ফলাফল সামনে আসতেই চওড়া হাসি তৃণমূল নেতৃত্বের মুখে। যেন বাস্তবেই যুদ্ধ জ।

আরও একবার গোটা বীরভূম জেলা জুড়ে দেখা গেল সবুজ ঝড়। বোলপুর ও বীরভূম, এই দুটি লোকসভা কেন্দ্রেই বিরাট ব্যবধানে জয় পেল তৃণমূল। কার্যত নিজেদের দখলেই রাখল শাসকদল। ভোট মার্জিনের বিচারে ধারেকাছে নেই সিপিএম এবং বিজেপি।

বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় ৭ লক্ষ ১৪ হাজার ৫৪৭ ভোট পেয়ে জয় নিশ্চিত করেছেন। আর বোলপুর লোকসভা কেন্দ্রে অসিত মাল ৮ লক্ষ ৫৫ হাজার ৬৩৩ ভোট পেয়ে পার্লামেন্টে যাচ্ছেন।

একসময় এই অনুব্রতহীন বীরভূমে দুটি আসন বের করে আনা রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল তৃণমূলের কাছে। কিন্তু জেলাজুড়ে প্রায় প্রত্যেক ব্যানার এবং হোর্ডিংয়ে অনুব্রত মণ্ডলের ছবি দেখা গেছিল। তাঁকে সামনে রেখেই চলছিল প্রচার। আর তার ফল মিলল হাতেনাতে।

কার্যত রেকর্ড ভোটে জিতে রাজ্যের বুকে নিজেদের মাটি আরও শক্ত করল তৃণমূল। পশ্চিমবঙ্গে জুড়ে যেন একেবারে সবুজ ঝড়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

"মমতা কিছুই করেননি, মোদীজি যা করেছেন তা ভালো": বন্দে মাতরম নিয়ে বঙ্কিমচন্দ্রের প্রপৌত্র
'যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়া উচিত এই ভোগান্তির জন্য', ইন্ডিগোর বিপর্যয়ে কেন্দ্রকে নিশানা মমতার