
Dhupguri : মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে ৮০ টাকা দাবি! ধূপগুড়ির বৈরাতিগুড়ি উচ্চ বিদ্যালয়ে পড়ুয়াদের তুমুল বিক্ষোভ। সেন্টার ফি না কি বেআইনি আদায়? জানুন পর্ষদের নিয়ম ও স্কুলের সাফাই।
Dhupguri : মাধ্যমিক পরীক্ষার ঠিক আগে ধূপগুড়ির বৈরাতিগুড়ি উচ্চ বিদ্যালয়ে চাঞ্চল্য। অ্যাডমিট কার্ড দেওয়ার বিনিময়ে ৮০ টাকা করে 'সেন্টার ফি' দাবি করায় ক্ষোভে ফেটে পড়ে পড়ুয়ারা। স্কুল চত্বরে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ ও হইচই। স্কুল কর্তৃপক্ষের দাবি এই ফি বৈধ হলেও, পর্ষদের নিয়ম অনুযায়ী বাড়তি টাকা নেওয়া বা অ্যাডমিট কার্ড আটকানো বেআইনি বলে সরব হয়েছে ছাত্রছাত্রীরা।