সোশ্যাল মিডিয়ার যুগে রেডিও এখন ব্রাত্য! তবে মহালয়া আসলেই অনেকের রেডিওর কথা মনে পড়ে। মহালয়ার ভোর মানেই রেডিওতে মহিষাসুরমর্দিনী। মালদার খোকন সাহা পেশায় ছিলেন একজন রেডিও মেকানিক। আজ রেডিও মেকানিক হয়ে চলেনা তার সংসার।
সোশ্যাল মিডিয়ার যুগে রেডিও এখন ব্রাত্য! তবে মহালয়া আসলেই অনেকের রেডিওর কথা মনে পড়ে। মহালয়ার ভোর মানেই রেডিওতে মহিষাসুরমর্দিনী। মালদার খোকন সাহা পেশায় ছিলেন একজন রেডিও মেকানিক। আজ রেডিও মেকানিক হয়ে চলেনা তার সংসার। বর্তমান বাজারে রেডিওর চাহিদা নেই বললেই চলে। তবে মহালয়া আসলেই রেডিওর জন্য মনটা খচখচ করে। তাই বাড়িতেই পুরনো রেডিওর একটি বড় সংগ্রহশালা তৈরি করে ফেলেছেন খোকন বাবু।