'অন্য' অপারেশন সিঁদুরে ব্যস্ত মহুয়া মৈত্র, একদম চুপিসারে বিয়ে করলেন তিনি

Published : Jun 05, 2025, 07:59 PM IST
Mahua moitra

সংক্ষিপ্ত

Mahua-Pinaki's wedding: একদম চুপিসারে বিয়ে সারলেন মহুয়া মৈত্র। পাত্র ওড়িশার পিনাকী মিশ্র। জার্মানিতে বিয়ে করেন তাঁরা। মহুয়ার বিয়ে নিয়ে জানতে চাইলে তৃণমূলের এক সাংসদ জনিয়ে দেন তিনি নাকি কিছুই জানেন না

অপারেশন সিঁদুরের সাফল্যের কথা তুলে ধরতে শশী থারুররা যখন এক দেশ থেকে অন্য দেশে সাংসদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ঠিক তখনই চুপি সারে 'অন্য' অপারেশন সিঁদুরে ব্যস্ত ছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি একদমই প্রায় চুপিসারে বার্লিনে বিয়ে সারলেন। তৃণমূলের প্রাক্তন সাংসদ নুসরত জাহানের পরই ডেস্টিনেশন ম্যারেজ মহুয়ার। যাইহোক মহুয়ার বিয়ে নিয়ে জানতে চাইলে তৃণমূলের এক সাংসদ জনিয়ে দেন তিনি নাকি কিছুই জানেন না। অন্যদিকে যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন।

মহুয়া মৈত্র যদিও এখনও পর্যন্ত বিয়ে নিয়ে কিছুই বলেননি। সোস্যাল মিডিয়ায় সম্পূর্ণ নীরব। কিন্তু তাঁর সোলানি শাড়ি আর লজ্জায় অবনত মুখের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সঙ্গে রয়েছেন তাঁর স্বামী পিনাকী মিশ্র। তাঁর মুখে লেগে রয়েছে হাসি। পাঞ্জাবি, জ্যাকেট আর কালো চশমায় রীতিমত হ্যান্ডসাম। যাইহোক নিজেদের পুরনো একটি ছবি শেয়ার করে সায়নী শুভেচ্ছা জানিয়েছেন মহুয়া আর পিনাকীকে। তিনি লিখেছেন 'তোমাদের আজীবন ভালবাসা আর হাসি কামনা করছি।' সায়নী যে ছবিটি পোস্ট করেছেন সেখানে জুন আর পিনাকী মিশ্রও রয়েছেন।

 

 

পিনাকী মিশ্র ওড়িশার বাসিন্দা। পুরীর সাংসদ ছিলেন। ২০২৪ সালে নির্বাচনে দাঁড়াননি। কেউ বলেন তিনি নিজেই সরে দাঁড়িয়েছেন। কেউ আবার বলেছেন, মহুয়ার সঙ্গে সম্পর্কের জন্যই তাঁকে টিকিট দেয়নি বিজু জনতা দল। তবে পিনাকী মিশ্রের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখলে বোঝা যায় তিনি তিনি নবীন পট্টনায়কের ঘনিষ্ট। সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী তিনি। তাঁর আগে একটি বিয়ে রয়েছে। এক ছেলে আর মেয়ে রয়েছে।

অন্যদিকে মহুয়া মৈত্র বর্তমানে সবথেকে স্পষ্টবাদী সাংসদদের মধ্যে একজন। বিদেশি ব্যাঙ্কের ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত হয়েছিলেন। তারপর কাজ ছেড়ে দেশে ফিরেই রাজনীতিতে নাম লেখান। প্রথমে কংগ্রেস, তারপর তৃণমূলে যোগদান করেন। কৃষ্ণনগরের সাংসদ তিনি। গৌতম আদানির বিরুদ্ধে প্রশ্ন তোলার সাহস পর্যন্ত দেখিয়েছিলেন মহুয়া মৈত্র।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের
এই বাংলাতেই কেন বাবরি মসজিদ? তৃণমূলের গভীর 'গেম প্ল্যান'? কী বললেন শুভেন্দু, অধীর, সুজন, শুভঙ্কর?