Malda : কী হয়েছিল মালদার এই BLO-র? এমন মৃত্যুতে দায় কার? তৃণমূল বনাম বিজেপি!

Malda : কী হয়েছিল মালদার এই BLO-র? এমন মৃত্যুতে দায় কার? তৃণমূল বনাম বিজেপি!

Published : Jan 07, 2026, 03:18 PM IST

Malda : বিএলও-র মৃত্যুতে উত্তপ্ত মালদা। তৃণমূল কাউন্সিলরের নিশানায় নির্বাচন কমিশন, পাল্টা আক্রমণে বিজেপি। প্রচণ্ড কাজের চাপ নাকি তৃণমূলের খবরদারি— কার কারণে এই প্রাণহানি? ইংরেজবাজারের এই চাঞ্চল্যকর খবরের সব আপডেট।

Malda : মালদহের ইংরেজবাজারে এক বিএলও (BLO) কর্মীর মৃত্যু ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। মৃতার নাম সম্পৃতা চৌধুরী সান্যাল। তিনি ইংরেজবাজার পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ১৬৩ নম্বর বুথের দায়িত্ব পালন করছিলেন। বুধবার ভোরে ফুলবাড়ী পাকুরতলা এলাকায় নিজ বাড়িতেই তার মৃত্যু হয়।

পেশায় আইসিডিএস কর্মী সম্পৃতার স্বামীর অভিযোগ, গত কয়েকদিন ধরে প্রচণ্ড কাজের চাপের মধ্যে ছিলেন তিনি। তার ওপর হাড়কাঁপানো শীত পরিস্থিতির আরও অবনতি ঘটায়। সম্পৃতা অসুস্থ বোধ করায় ডাক্তার দেখিয়েছিলেন এবং তাকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু প্রশাসনিক কাজের চাপে তিনি বিশ্রাম নেওয়ার সুযোগ পাননি। পরিবারের দাবি, এই মানসিক ও শারীরিক চাপ সহ্য করতে না পেরেই তার অকাল মৃত্যু হয়েছে।

এই ঘটনার খবর পেয়েই মৃতার বাড়িতে যান ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গায়েত্রী ঘোষ। তিনি এই মৃত্যুর জন্য সরাসরি নির্বাচন কমিশনকে দায়ী করেছেন। তার অভিযোগ, কমিশনের অতিরিক্ত চাপের কারণেই বিএলও-রা অসুস্থ হয়ে পড়ছেন।

অন্যদিকে, বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে বর্ণনা করেছেন। তবে তার দাবি, শুধু কমিশনকে দোষ দিলে চলবে না। তৃণমূলের স্থানীয় নেতৃত্ব ও জনপ্রতিনিধিরাও বিএলও-দের ওপর নানাভাবে চাপ সৃষ্টি করেন। দুই পক্ষের এই চাপ সামলাতে গিয়েই সাধারণ কর্মীরা বিপদে পড়ছেন বলে তিনি মনে করেন।

নির্বাচনের আগে একজন কর্মীর এমন মৃত্যুতে এলাকায় শোকের পাশাপাশি প্রশাসনিক কাজের পরিবেশ নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল।

07:30TMC Dev News: ‘আমি ভারতীয়, দেশের আইন মেনেই চলব!’ SIR শুনানি নিয়ে মুখ খুললেন দেব
04:30বাংলাদেশে ১৮ দিনে ৬ জন হিন্দু হত্যা, ক্ষোভ উগড়ে চরম প্রতিক্রিয়া শুভেন্দুর
04:30বাংলাদেশে ১৮ দিনে ৬ জন হিন্দু হত্যা, ক্ষোভ উগড়ে চরম প্রতিক্রিয়া শুভেন্দুর | Suvendu Adhikari
08:59Mithun Chakraborty BJP: 'বিজেপি ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নয়', স্পষ্ট বার্তা মিঠুন চক্রবর্তীর
08:59'বিজেপি ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নয়', ডানকুনির জনসভা থেকে স্পষ্ট বার্তা মিঠুন চক্রবর্তীর
10:41নন্দীগ্রামে ঋজু দত্তের 'পাপ' মন্তব্যের পালটা জবাবে মমতাকে 'গদ্দার' তকমা শুভেন্দুর | Suvendu Adhikari
10:41Nandigram : নন্দীগ্রামে ঋজু দত্তের 'পাপ' মন্তব্যের পালটা জবাবে মমতাকে 'গদ্দার' তকমা শুভেন্দুর
05:55'একবার অন্য রকম কিছু ঘটে গেলে...' নন্দীগ্রামে সতর্ক করলেন শুভেন্দু! | Suvendu Adhikari | Nandigram
05:55'একবার অন্য রকম কিছু ঘটে গেলে...' নন্দীগ্রামে কেন সতর্ক করলেন শুভেন্দু?
Read more