জোর করে চুল কেটে নেওয়ার অভিযোগ কিশোরীর, কাঠগড়ায় মালদার মিশন কর্তৃপক্ষ। মালদার ইংরেজবাজারের লক্ষীপুরে বেসরকারি উচ্চ মাধ্যমিক আবাসিক স্কুলের ঘটনা। কিশোরীর চুল কেটে নিয়েছে অন্য এক আবাসিক মেয়ে।
জোর করে চুল কেটে নেওয়ার অভিযোগ কিশোরীর, কাঠগড়ায় মালদার মিশন কর্তৃপক্ষ। মালদার ইংরেজবাজারের লক্ষীপুরে বেসরকারি উচ্চ মাধ্যমিক আবাসিক স্কুলের ঘটনা। কিশোরীর চুল কেটে নিয়েছে অন্য এক আবাসিক মেয়ে। ঘটনার জেরে আতঙ্কে ওই কিশোরী। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। পার্লারে নিয়ে গিয়ে চুল নতুন করে কেটে স্বাভাবিক করার চেষ্টাও করা হয়েছিল। দুর্ব্যবহার ও নির্যাতন চালাচ্ছে স্কুলেরই এক ছাত্রী ও তাঁর কয়েকজন সঙ্গী। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের।