Malda : হাড়হিম করা ঘটনা! পেট্রোল ঢেলে নিজের দাদাকে খুন করল ভাই

Malda : হাড়হিম করা ঘটনা! পেট্রোল ঢেলে নিজের দাদাকে খুন করল ভাই

Published : May 21, 2025, 03:12 PM IST

Malda Latest News : মালদার মহিষবাথানী এলাকায় পারিবারিক বিবাদ ঘিরে চাঞ্চল্যকর খুনের ঘটনা। অভিযোগ, ঘুমন্ত অবস্থায় পরিযায়ী শ্রমিক যতন কোলের (৫৪) গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয় তারই ভাই নন্দন কোল। তীব্র চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা।

Malda Latest News : মালদার মহিষবাথানী এলাকায় পারিবারিক বিবাদ ঘিরে ঘটল চাঞ্চল্যকর খুনের ঘটনা। অভিযোগ, ঘুমন্ত অবস্থায় পরিযায়ী শ্রমিক যতন কোলের (৫৪) গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয় তারই ভাই নন্দন কোল।

তীব্র দাহ যন্ত্রণায় চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। সঙ্গে সঙ্গে তাকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

পরিবারের দাবি, টাকা ও সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরেই দুই ভাইয়ের মধ্যে বিবাদ চলছিল। সেই রেষেই এই নৃশংস খুন বলে অভিযোগ।

মৃতের দিদি জলি কর্মকার মালদা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত নন্দন কোলকে গ্রেপ্তার করে। জেরায় সে নিজের অপরাধ স্বীকারও করেছে বলে জানিয়েছে পুলিশ।

04:07বাংলাদেশে দীপু দাসের হত্যা, প্রতিবাদে শিলিগুড়িতে মিছিল, পোড়ানো হল ইউনুসের কুশপুত্তলিকা | Bangladesh
04:07বাংলাদেশে দীপু দাসের হত্যা, প্রতিবাদে শিলিগুড়িতে মিছিল, পোড়ানো হল ইউনুসের কুশপুত্তলিকা
03:44২৬-এর আগে মেখলিগঞ্জে শক্তি বাড়ল বিজেপির, তৃণমূল ছেড়ে যোগদান করলেন ১০০টি পরিবার
03:44Cooch Behar BJP News: ২৬-এর আগে মেখলিগঞ্জে শক্তি বাড়ল বিজেপির, তৃণমূল ছেড়ে যোগদান করলেন ১০০টি পরিবার
09:23এক বিচিত্র পরিণতি! 'ফাঁদে' তৃণমূল নেতা! 'বিয়ে' নিয়ে তোলপাড় বাসন্তীতে | TMC News | Viral News
09:23পরকীয়ার বিচিত্র পরিণতি! 'ফাঁদে' তৃণমূল নেতা! 'বিয়ে' নিয়ে তোলপাড় বাসন্তীতে
06:13Samik Bhattacharya: মোদীর ভার্চুয়াল বক্তব্য ঘিরে বড় ইঙ্গিত শমীকের! দেখুন কী বলছেন তিনি
07:10শুভেন্দু-সুকান্তকে 'গো ব্যাক' স্লোগান, BJP'র 'ডোজ' খেয়ে পালাল TMC নেতা | Krishnanagar | Suvendu
06:46Bangladesh: 'পরমানু বোমা মেরে বাংলাদেশকে উড়িয়ে দেওয়া উচিত', দীপু দাসের হত্যায় ফুঁসছেন সাধ্বী প্রাচী
07:09Krishnanagar : শুভেন্দু-সুকান্তকে 'গো ব্যাক' স্লোগান, BJP'র 'ডোজ' খেয়ে পালাল TMC নেতা
Read more