ভানু মণ্ডল শখের বশেই মাধেমধ্যে কাটতেন লটারির টিকিট । এবার মাত্র ১২০ টাকার টিকিটে কোটিপতি ভানু ।
ভানু মণ্ডল শখের বশেই মাধেমধ্যে কাটতেন লটারির টিকিট । এবার মাত্র ১২০ টাকার টিকিটে কোটিপতি ভানু । রাস্তার ধারে ডালপুরি বিক্রি করেই চলত ভানু মণ্ডলের সংসার । এবার বিশাল অঙ্কের লটারি জেতায় দারুন খুশি মালদার মানিকচকের ভানু । জেতা টাকায় নতুন বাড়ি বানাতে চায় ভানু মণ্ডল ।