
West Bengal News: এসআইআর শুনানি কেন্দ্রে বেনজির ঘটনা, কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে নাগরিকত্বের প্রমাণ দিতে দাদুর কবরের মাটি নিয়ে হাজির এক সংখ্যালঘু যুবক, উগড়ে দিলেন ক্ষোভ, ঘটনা সামনে আসতে বিজেপি এবং কমিশনকে নিশানা তৃণমূলের, পাল্টা তোপ বিজেপির, তুঙ্গে তরজা। এসআইআর শুনানি নিয়ে দিনভর সরগরম হরিশ্চন্দ্রপুর। প্রথমে মন্ত্রীর কাছে শুনানির কাগজ আসা নিয়ে চাঞ্চল্য।
তারপর শুনানি কেন্দ্রে তৃণমূল কর্মীদের সঙ্গে পুলিশের বচসা।সব শেষে একদম বেনজির চিত্র। কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে নাগরিকত্বের প্রমাণ দিতে দাদুর কবরের মাটি নিয়ে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক এসআইআর শুনানি কেন্দ্রে হাজির এক সংখ্যালঘু যুবক। ওয়ারী দৌলতপুর এলাকার যুবক সালেকের তাজ্জব করা এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তার অভিযোগ শুনানির জন্য তাদের সমগ্র পরিবারকে নোটিশ ধরানো হয়েছে।কিন্তু কাগজপত্র সব আনার পরেও হয়রানি হতে হচ্ছে।
তারা যে ভারতীয়।তারা যে এই দেশের নাগরিক সেই প্রমাণস্বরূপ এবার দাদুর কবরের মাটি নিয়ে এসে বিক্ষোভ দেখালো ওই পরিবার। ঘটনা সামনে আসতেই বিজেপি এবং নির্বাচন কমিশন কে নিশানা তৃণমূল নেতৃত্বের। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ তুলে সরব বিজেপি।তুঙ্গে রাজনৈতিক তরজা।
এদিকে, ভাঙা হল কম্পিউটার, ছেঁড়া হল কাগজ, সন্দেশখালির বিডিও অফিস ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে। এসআইআর শুনানি নিয়ে ফরাক্কার পর এবার বিডিও অফিসে ভাঙচুর দক্ষিণ ২৪ পরগণার সন্দেশখালিতে। সন্দেশখালির ১ বিডিও অফিসে ভাঙচুরের ঘটনা ঘটে। নাজাত থানার অন্তর্গত সন্দেশখালি ১ নম্বর বিডিও অফিসে ভাঙচুর চালালো ক্ষিপ্ত জনতা। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য কি না, তা নিয়ে আজ সকালে বিডিও অফিসে শুনানি চলছিল। সেই সময় এক সাধারণ নাগরিক মাধ্যমিকের এডমিট কার্ড জমা দিলে তা গ্রহণযোগ্য নয় বলে ফিরিয়ে দেওয়া হয়। এতে উত্তেজিত হয়ে গ্রামবাসীরা বিডিও অফিসে ঢুকে কম্পিউটার, ল্যাপটপসহ গুরুত্বপূর্ণ নথিপত্র ভাঙচুর করে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।