Mamata Banerjee: ‘আমাদের সম্পদ কৃষকরাই!' এবার কৃষকবন্ধু প্রকল্পে চাষীদের অর্থ প্রদান, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

Published : Jul 30, 2025, 10:19 AM ISTUpdated : Jul 30, 2025, 10:33 AM IST
Barasat court bans Deepak Ghosh controversial book on Mamata Banerjee

সংক্ষিপ্ত

Mamata Banerjee: বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এবার কৃষকবন্ধু প্রকল্পে রাজ্য সরকারের তরফ থেকে সহায়তা শুরু হল। 

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন বিরাট বার্তা। নিঃসন্দেহে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee News)। এবার কৃষকবন্ধু প্রকল্পে রাজ্য সরকারের তরফ থেকে সহায়তা শুরু হল (krishak bandhu)।

মঙ্গলবার থেকে এই কর্মসূচি শুরু 

এদিন সোশ্যাল মিডিয়াতে এই বিষয়ে একটি বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের সরকার যে কৃষকদের জন্য সবসময়ই আছে, সেই বার্তা একাধিকবার রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। কারণ, এটা তারা বারবার বুঝিয়ে দিয়েছেন যে, কৃষকরা হল রাজ্যের সম্পদ এবং গর্ব। ফের একবার সেই বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এমনিতে কৃষকবন্ধু (নতুন) প্রকল্পে রাজ্যের কৃষকদের এবং বর্গাদারদের বছরে দুটি কিস্তি মিলিয়ে প্রতি একরে ১০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়। যাদের কম জমি আছে, তারাও আনুপাতিক হারে, ন্যূনতম ৪ হাজার টাকা করে সাহায্য পেয়ে থাকেন।

 

 

এবারে রাজ্যের ১ কোটি ৯ লক্ষ কৃষক এবং বর্গাদার এই সুবিধা পাচ্ছেন

তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ২,৯৩০ কোটি টাকা সরাসরি পৌঁছে দেওয়া হচ্ছে। এই বছরের শেষদিকে রবি মরশুমের জন্যও একই পরিমাণ টাকা দেওয়া হবে বলে জানা গেছে। গত ২০১৯ সালে, এই প্রকল্প চালু হওয়ার পর থেকে মোট ২৪,০৮৬ কোটি টাকা কৃষকদের কাছে পৌঁছে গেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 

সেইসঙ্গে, ১৮-৬০ বছর বয়স পর্যন্ত কোনও কৃষক মারা গেলে তাঁর পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার জন্য ২ লক্ষ টাকা সহায়তা দেওয়া হয়ে থাকে। সেক্ষেত্রে এই খাতেও বাংলার প্রায় ১ লক্ষ ৪৬ হাজার কৃষক পরিবার মোট ২,৯২০ কোটি টাকা করে ইতিমধ্যেই সহায়তা পেয়েছেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “আমি সবসময় মনে করি, আমাদের কৃষকরা হল আমাদের সম্পদ এবং আমাদের গর্ব। আমাদের সরকার আগামীদিনেও এইভাবেই তাদের সার্বিক কল্যাণের উদ্দেশ্যে কাজ করে যাবে।"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের পর এ কী মন্তব্য আব্দুর রহিম বক্সির? দেখুন
আইটিসি সঙ্গীত সম্মেলন ২০২৫ চলছে মহা আড়ম্বরে! সঙ্গীতের মহামঞ্চে সম্মানিত এই কিংবদন্তী শিল্পী