Mamata Banerjee chopper accident: 'আমি আপ্লুত', সোশ্যাল মিডিয়ায় আরোগ্য কামনার জন্য সকলকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী

অসুস্থতার কারণে বৃহস্পতিবার সকালে ইদের নমাজেও উপস্থিত থাকতে পারেননি মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গেও সোশ্যাল মিডিয়ায় লিখলেন মমতা।

মঙ্গলবারই দুর্ঘটনার কবলে পড়েছে মুখ্যমন্ত্রীর কপ্টার। ঘটনায় কোমরে চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। এই খবর প্রকাশ্যে আসার পরই দ্রুত আরগ্য কামনার পোস্টে ভরে গেল মুখ্যমন্ত্রীর সোশ্যাল মিডিয়া। সাধারণ মানুষের শুভেচ্ছা ও প্রার্থনায় আপ্লুত মমতা। বৃহস্পতিবার টুইটবার্তায় সকলকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি অসুস্থতার কারণে বৃহস্পতিবার সকালে ইদের নমাজেও উপস্থিত থাকতে পারেননি মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গেও সোশ্যাল মিডিয়ায় লিখলেন মমতা।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লিখলেন,'আমার সুস্থতার জন্য সকলে যেভাবে প্রার্থনা করেছে আমি আন্তরিক ভাবে মুগ্ধ হয়েছি। মঙ্গলবার আমার হেলিকপ্টার সেবক এয়ারবেসে জরুরি অবতরণ করায় আমি অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছি।' মেডিকেল টিমের প্রসংশা করে মুখ্যমন্ত্রী লেখেন,'সর্বশক্তিমানের দয়া এবং মেডিক্যাল টিমের প্রাণপণ প্রচেষ্টায় আমি সুস্থ। আপাতত বাড়িতে ফিজিয়োথেরাপি সেশন করছি।' হেলিকপ্টার বিপত্তিতে তিনি বাঁ দিকে ভালোই চোট পেয়েছেন। তাই চিকিৎসকরা ফিজিওথেরাপির পরামর্শ দিয়েছেন মমতাকে। কালীঘাটের বাড়িতে ফিজিও থেরাপি হল তাঁর। মঙ্গলবারের তুলনায় ব্যথা কমেছে বলে জানা গিয়েছে যদিও। তবে এখনও হাঁটতে সমস্যা হচ্ছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার ফের স্বাস্থ্যপরীক্ষা রয়েছে মমতার। হাসপাতাল সূত্রে এমনই খবর সামনে এসেছে। কালীঘাটে মমতার বাড়িতে পৌঁছন SSKM হাসপাতালের অধিকর্তা। পৌঁছন ফিজিক্যাল মেডিসিন বিভাগীয় প্রধান এবং একজন ফিজিও থেরাপিস্টও। প্রায় দু'ঘণ্টা ধরে মমতার ফিজিওথেরাপি চলে সেখানে। SSKM সূত্রে খবর, এখনও যথেষ্ট ব্যথা রয়েছে মমতার। তবে গতকালের তুলনায় কমেছে কিছুটা। বৃহস্পতিবার ফের স্বাস্থ্য পরীক্ষা করা হতে পারে তাঁর।

Latest Videos

 

 

প্রসঙ্গত, বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী দাবি করেন,'চোটকে মঞ্চস্থ করে মানুষের আবেগকে কাজে লাগাচ্ছেন মমতা।' পাশাপাশি তিনি আরও সংযোজন করেন,'মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে বিভ্রান্ত করার জন্য সুনাম অর্জন করেছেন। এর আগেও ঠিক নির্বাচনী প্রচারে পা ভেঙে গিয়েছিল মুখ্যমন্ত্রীর। আমি তখনও বলেছিলাম নির্বাচন মিটলেই মুখ্যমন্ত্রী নিজের পায়ে দাঁড়াতে পারবেন। পুরো বিষয়টাই মানুষের আবেগকে কাজে লাগানোর জন্য মঞ্চস্থ করা হয়েছে।'

বুধবার জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি ফেরার পথে দুর্যোগের মুখে পড়ে মুখ্যমন্ত্রীর কপ্টার। ঝড় বৃষ্টির জেরে সেবকের এয়ারবেসেই করতে হয় জরুরি অবতরণ। এই দৌঁড় ঝাপের মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোমরে চোট লাগে বলে জানা যায়। সঙ্গে সঙ্গে তাঁকে এসএসকেএম-এর উডবার্ণ ওয়াডেও নিয়ে যাওয়া হয়। এই ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই সংবাদ মাধ্যমে মমতার চোটের বিষয় মুখ খোলেন কংগ্রেসী নেতা অধীর চৌধুরী। গোটা ঘটনাকে নির্বাচনের জন্য পরিকল্পিতভাবে মঞ্চস্থ করা হয়েছে বলে দাবি অধীর চৌধুরীর।

 

Share this article
click me!

Latest Videos

'নরেশ আগরওয়াল, মুকুল ঘোষ কে হয় আপনার মুখ্যমন্ত্রী?' চরম প্রশ্ন সুকান্তর | Sukanta Majumdar Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
North 24 Parganas News Today: আগুনের লেলিহান শিখার কবলে বিরিয়ানির দোকান! চরম আতঙ্ক Barrackpur-এ
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee