অবশেষে DA নিয়ে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের! একধাক্কায় ১০ শতাংশ বাড়ল মহার্ঘ ভাতা?

অবশেষে DA নিয়ে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের! একধাক্কায় ১০ শতাংশ বাড়ল মহার্ঘ ভাতা?

Anulekha Kar | Published : Jan 16, 2025 2:18 PM
17

কেন্দ্রের পাশাপাশি ডিএ ঘোষণা করা হয়েছে একাধিক রাজ্যে। কিন্তু এখনও পর্যন্ত এই রাজ্যে বেতন বাড়ার খবর কিছু জানা যায়নি।

27

বহুদিন ধরেই বঙ্গে ডিএ নিয়ে আন্দোলন চালাচ্ছিলেন রাজ্য সরকারি কর্মীরা। কিন্তু এখনও পর্যন্ত সেই সমস্যা মেটেনি।

37

অন্যদিকে ডিএ এখনই বাড়ছে না বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে ইতিমধ্যেই বেড়ে গিয়েছিল হোমগার্ডদের ভাতা।

47

এবার বাড়বে রাজ্য সরকারি কর্মীদের ডিএ-ও। এমনই জানা গিয়েছে তাও আবার ৩ বা ৪ শতাংশ নয়, একধাখুক্কায় ১০ শতাংশ বাড়বে ডিএ।

57

খুব তাড়াতাড়ি এমনই ঘোষণা করতে পারে রাজ্য সরকার। প্রায় ১০ শতাংশ বাড়বে রাজ্য সরকারি কর্মীদের ডিএ।

67

আসন্ন ফেব্রুয়ারি মাসেই বাড়বে বেতন। এই বাড়তি টাকা ঢুকবে নববর্ষের আগেই। এমনই আশা করা যাচ্ছে।

77

সামনেই বিধানসভা নির্বাচন তার আগেই একর পর এক চমক দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ডিএ নিয়ে দারুণ ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos