তিনি ফিরলে হাল ফেরাবেন, আশ্বাস দিয়ে রাখলেন। শিল্পের জমিতে শিল্পই হবে। এশিয়ানেট বাংলার সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে শীলভদ্র দত্ত।
তিন প্রার্থী, তিন জনের নাম S দিয়ে শুরু। তবে বাংলায় ধরলে দুজন 'স', একজন 'শ'। দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্তের মতে তিনি বাকিদের তুলনায় আলাদা। এক সময়ের শিল্পের রমরমা এই কেন্দ্রে আজ বহু বন্ধ কারখানায় ঘুঘু চড়ছে। তিনি ফিরলে হাল ফেরাবেন, আশ্বাস দিয়ে রাখলেন। শিল্পের জমিতে শিল্পই হবে। এশিয়ানেট বাংলার সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে শীলভদ্র দত্ত।