
Mamata Banerjee North Bengal Tour: শনিবার সুপ্রিম কোর্ট (Supreme Court of India) এবং কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতিদের উপস্থিতিতে হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন উপলক্ষে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ঠিক আগে বুধবার মধ্যরাতে এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনা ঘটে জলপাইগুড়ি শহরের সমাজপাড়ায় ৷ একটি গাড়ি এবং একটি বাড়ির দরজা বুলেটের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। শান্ত শহরে এমন ঘটনায় যথেষ্টই চাঞ্চল্য এবং আতঙ্ক ছড়ায়। দিনভর এই নিয়ে আলোচনা, বিতর্ক চলে শহরে। এই ঘটনায় গ্রেফতার হন জলপাইগুড়ি শহরের প্রভাবশালী নির্মাণ ব্যবসায়ী আনন্দ ঘোষ। শুক্রবার তাকে জলপাইগুড়িতে আদালতে তোলা হয়। থানা থেকে আদালতে যাওয়ার পথে হাসি মুখেই পুলিশের গাড়িতে ওঠতে দেখা যায় ধৃত নির্মাণ ব্যবসায়ীকে। এদিন বিকেলেই আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি।
এই ঘটনা ঘিরে রাজনৈতিক চাপান-উতোর শুরু হয়েছে গেরুয়া এবং ঘাসফুল শিবিরে। জলপাইগুড়ির বিজেপি (BJP) জেলা সভাপতি শ্যামল রায়ের অভিযোগ, শাসক দল ঘনিষ্ঠ ওই নির্মাণ ব্যবসায়ী নিজের ক্ষমতা অর্থের দম্ভ জাহির করতে এই কাণ্ড ঘটিয়েছেন। অন্যদিকে, ধৃত ব্যবসায়ীর ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেস (AITC) নেতা ধরম পাসোয়ানের দাবি, এটি ব্যক্তিগত ঘটনা। এর সঙ্গে দলের যোগ নেই।
মুখ্যমন্ত্রীর সফরের আগে জলপাইগুড়ি কোতোয়ালি থানা থেকে ঢিল ছোড়া দুরত্বে এরকম একটি ঘটনায় চাপ বাড়ে পুলিশের উপর। ঘটনায় জড়িতদের চিহ্নিত করার পাশাপাশি কড়া পদক্ষেপ নেওয়ার দাবিতে সরব হয় বিভিন্ন মহল। ফরেন্সিক বিশেষজ্ঞদের নিয়ে তদন্তে নামে কোতোয়ালি থানার পুলিশ। দু'টি কার্তুজের খোল উদ্ধার হয় ঘটনাস্থল থেকে। লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র রয়েছে, এমন একাধিক প্রভাশালীকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর শুক্রবার দুপুরে গ্রেফতার করা হয় নির্মাণ ব্যবসায়ী আনন্দ ঘোষকে। বাজেয়াপ্ত করা হয় তাঁর লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্রটিও। সূত্রের খবর, নেশাগ্রস্ত অবস্থায় বাড়ির দোতালার বারান্দায় দাঁড়িয়ে তিনি এই কাণ্ড ঘটিয়েছেন। একাধিক ধারায় মামলা রুজু করে তাঁকে এদিন জলপাইগুড়ি মুখ্য বিচারবিভাগীয় আদালতে পেশ করা হয় ৷ সরকারি আইনজীবী এবং অভিযুক্তের আইনজীবীর সওয়াল-জবাবের পর ধৃত ব্যক্তির শর্তসাপেক্ষে জামিনের আর্জি মঞ্জুর করে আদালত।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।