বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখনেই তিনি তোলের প্রাথমিকে সেমেস্টার প্রথা ইস্যুকে।
সেমিস্টার প্রথার সমালোচনা
নতুন বছরের দ্বিতীয় দিনেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেই সেমেস্টার প্রথার তীব্র সমালোচনা করেন।
শিক্ষামন্ত্রীকে ধমক
নতুন বছরের প্রথম প্রশাসনিক বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ধমক দিয়ে সাফ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
হুঁশিয়ারি মমতার
এখানেই শেষ নয়। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁকে না জানিয়ে যেন পরবর্তীকালে শিক্ষাক্ষেত্রে এজাতীয় কোনও সিদ্ধান্ত নেওয়া না হয়, নতুন নিয়মও যেন আরোপ করা না হয়।
মুখ্যমন্ত্রীর প্রশ্ন
মুখ্যমন্ত্রী এদিন প্রশাসনিক বৈঠকে রাজ্যের স্কুলগুলির উন্নয়নের কাজ কতদূর এগোল তা নিয়ে প্রশ্ন করেন। এরপরই প্রাথমিকে সেমেস্টার পদ্ধতি নিয়ে কথা বলতে শুরু করেন তিনি।
সেমেস্টার নিয়ে মমতার বার্তা
প্রাথমিক স্তরে সেমিস্টার। আমি কাগজে দেখলাম। আমি জানতাম না, মুখ্যসচিবও জানতেন না। ব্রাত্য তুমি শিক্ষামন্ত্রী। কিন্তু শিক্ষায় নতুন নীতি চালু করতে সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের সঙ্গে পরামর্শ করো।
ব্রাত্য বসুর জবাব
দিদি আমিও কাগজে দেখে পরশু দিন মুখ্যসচিবকে জানাই। আপনি বলেল তবেই বিজ্ঞপ্তি দেওয়া হবে।
মমতার প্রতিক্রিয়া
এতে মমতা আরও অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, 'কাগজে আগে বেরোল কী করে? আমি কোনও কথা শুনতে চাই না। পাবলিক তো আগে জেনে গেল! যা মেসেজ চলে যাওয়ার চলে গিয়েছে। ওটা হবে না।'
ব্রাত্যর জবাব না পাওয়ায় ক্ষোভ মমতার
সংবাদ মাধ্যমে আগে কী করে বিষয়টি বেরোল তার উত্তর দিতে পারেনি ব্রাত্য। তাতেই উষ্মা প্রকাশ করেন মমতা। তিনি বলেন, 'চারজন উপদেষ্টা মিলে সিদ্ধান্ত নিয়ে বলে দিল আর হয়ে গেল! আমি চাই বাচ্চাদের ব্যাগের ভার কমাতে।'
মমতার বার্তা
এমনিতেই এখনকার শিক্ষার ভার খুব বেশি। ওইটুকু বাচ্চারা কথাই বলতে পারে না ঠিক করে! টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার বলতে পারে না। তাদের শেখানো হয়। তারা সেমেস্টার দেবে?
কলেজে চলে স্কুলে চলবে না
ওয়ান-টুয়ের বাচ্চা সেমিস্টার দেবে? কলেজে যেটা চলে, স্কুলে চলে না। স্কুলে এগুলো হয় না। যা চলছিল, তাই চলবে। স্কুলে কোনও সেমিস্টার চলবে। শিক্ষার ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের সঙ্গে আগে কথা বলতে হবে, তার পর সংবাদমাধ্যমে যাবে।