বছর শেষে ৫০ লক্ষ মানুষকে সুখবর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মুক্তি মিলবে এই নিত্য যন্ত্রণা থেকে

পানীয় জলের সমস্যায় জেরবার রাজ্যবাসীর জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় এজেন্সিগুলির সঙ্গে বৈঠকের পর ৫০ লক্ষ মানুষের জল সমস্যার সমাধানের আশ্বাস।

একটি কঠিন সমস্যায় জেরবার রাজ্যের সাধারণ মানুষ। এবার সেই সমস্যার সমাধান করলেন মুখ্যমন্ত্রী। বছর শেষে ৫০ লক্ষ মানুষকে সুখবর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পানীয় জলের সমস্যায় জেরবার বহু মানুষ। এই সমস্যা বেড়েই চলেছে। এই নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, কেন্দ্রের একাধিক এজেন্সির অসহযোগীতার কারণে এই সমস্যা। জল জীবন মিশনে কেন্দ্রেরই কিছু সংস্থার বিরুদ্ধে গড়িমসির অভিযোগ তুলেছিলেন।

Latest Videos

সূত্রের খবর, প্রকল্পে নলবাহিত পরিশ্রুত পানীয় জল গ্রামের প্রতিটি বাড়িতে পৌঁছে দেওযার কথা। তবে, কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলোর জমির ওপর দিয়ে নল নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনুমতি প্রয়োজন। এই অনুমতি নেওয়ার প্রক্রিয়া অনেক লম্বা। তাই আটকে আছে কাজ। সমস্যা সমাধানে রেল, ডিভিসি, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, আইও সি এল-সহ কয়েকটি এজেন্সিকে নিয়ে নবান্নে বৈঠকের দেখা দেন মমতা। বৈঠক করেন মুখ্য সচিব। ছিলেন বিভিন্ন দফতরের আধিকারিক। কেন বিভিন্ন জায়গায় পানীয় সরবরাহের কাজ আটকে আছে কা নিয়ে আলোচনা হয়। এই সমস্যা দ্রুত শেষ করার অনুরোধ জানান মুখ্য সচিব। পাশাপাশি সিভিসি-কে পর্যাপ্ত জল দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

জানা গিয়েছে, দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছেন সকলে। সরকারি এজেন্সিগুলো আশ্বাসও দিয়েছে যে তারা তাড়াতাড়ি সমস্য়া সমাধান করবেন।এভাবে বছর শেষে ৫০ লক্ষ মানুষকে সুখবর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দ্রুত সমাধান হতে চলেছে পানীয় জলের সমস্যার। এখন দেখার কবে এই জটিলতা থেকে নিষ্পত্তি পায় সকল রাজ্যবাসী। 

 

Share this article
click me!

Latest Videos

অমানবিক Bangladesh! চিন্ময়কৃষ্ণের আইনজীবী রবীন্দ্র ঘোষকে হুমকি! যা জানালেন | Chinmoy Krishna Das
'বেশি দেরি নেই, মমতার জন্য Kolkata ইসলামাবাদে পরিণত হবে' রুদ্রমূর্তিতে শুভেন্দু | Suvendu Adhikari
ওপারে অস্থিরতা, এপারে উন্মুক্ত সীমান্ত! Bangladeshi দুষ্কৃতিদের নাশকতার ছক! India Bangladesh News
Bangladesh-এ হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে বিক্ষোভ Matua মহাসঙ্গের, দেখুন কী বললেন তাঁরা
ফের সরকারী প্রকল্পে চুরির অভিযোগ! ক্ষোভে ফেটে পড়লেন বাবলা পঞ্চায়েতের বাসিন্দারা | Nadia News Today