বাদল অধিবেশনে মোদী সরকারের বিরুদ্ধে আরও সুর চাড়াতে মরিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ঠিক সেই কারণেই দলের সাংসদদের রণকৌশল ঠিক করে দিতে চান তিনি। তিনি নিজেও দীর্ঘ দিন সাংসদ ছিলেন। সংসদে লড়াইয়ের আঁটঘাট সবই তাঁর জানা । নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা দলের বাকি সদস্যদের মধ্যে বিলি করতেই সোমবার দলের সাংসদদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। সোমবারের বৈঠকে দলের সকল সাংসদকেই উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছেন, তেমনই খবর তৃণমূল সূত্রের।
25
মমতার পরামর্শ?
২১ জুলাই থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। চলবে ২১ অগস্ট পর্যন্ত। হাতে এখনও দিন কুড়ির মত সময় রয়েছে। সেই সময়টা সঠিকভাবে কাজে লাগাতেই দলের সাংসদদের পরামর্শ দিতে পারেন মুখ্যমন্ত্রী। চলতি বাদল অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ। একদিনে বিহারে ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে যেমন উত্তাল হচ্ছে সংসদ। তেমনই আলোচনা হচ্ছে অপারেশন সিঁদুর -সহ একাধিক বিষয় নিয়ে। কিন্তু চলতি অধিবেশন শুরু থেকেই তৃণমূল কংগ্রেস সরব হয়েছে ভোটার তালিকার নিবির সংশোধন নিয়ে। তৃণমূল সূত্রের খবর এই বিষে কী করে সুর আরও চড়ানো যায় ও বাকি বিরোধীদের কাছে পাওয়া যায় তারই পরামর্শ দিতে পারেন মমতা।
35
SIR ইস্যু
আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার া আগেই ভোটার তালিকা সংশোধন নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। বিহারে তালিকা থেকে ইতিমধ্যেই ৬১ লক্ষের নাম বাদ গিয়েছে। তাই এই রাজ্যে যাতে এই পরিস্থিতি তৈরি না হয়, এখন থেকেই কোমর বেঁধে নামছে তৃণমূল কংগ্রেস। তারই নেতৃত্বে রয়েছে মমতা। তৃণমূল সূত্রের খবর ভার্চুয়াল বৈঠকে মূলত আলোচনা হতে পারে ভোটার তালিকা সংশোধন নিয়ে।
তৃণমূলের অন্য একটি সূত্র বলছে, আলোচনা হতে পারে বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের ওপর অত্যাচারের অভিযোগ নিয়েও। তৃণমূলের অভিযোগ ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর হামলা হচ্ছে। কিন্তু কেন এই হামলা - তা নিয়েও সংসদে সুর চড়াতে পারে তৃণমূল। সেই বিষয়েও কথা হতে পারে বৈঠকে।
55
সংসদে ও বাইরে সমন্বয় তৈরি
সূত্রের খবর বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে সংসদে ও বাইরে সমন্বয় তৈরি করে একজোট হয়ে লড়াই করার পরামর্শ দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল মনে করছে বিরোধীরা ঐক্যবদ্ধ হলে সংসদে মোদী সরকারকে চাপে ফেলা কোনও ভাবেই সম্ভব নয়। সবদিক খতিয়ে দেখতেই মমতা কাল নিজের দলের সাংসদদের সঙ্গে বৈঠকে বসছেন।