একাধিক প্রকল্পের শিলান্যাস করতে আজ বর্ধমানে মমতা বন্দ্যোপাধ্যায়, মিটবে কি দীর্ঘদিনের সমস্যা?

Published : Aug 26, 2025, 07:36 AM IST

আজ পূর্ব বর্ধমানে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করবেন, যার মধ্যে রয়েছে দামোদরের ওপর শিল্প সেতু, মন্তেশ্বর হাসপাতালের সম্প্রসারিত ভবন এবং কাটোয়া ও মঙ্গলকোটের রাস্তা।

PREV
15

আজ মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার সফলে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা প্রশাসন সূত্রে খবর, বেশ কয়টি উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্মন্ত্রী। দেখে নিন তালিকায় আছে কী কী প্রকল্প? এর দ্বারা কারা উপকৃত হন, এখন সেটাই দেখার। 

25

বর্ধমানে দামোদর নদের ওপর প্রস্তাবিত শিল্প সেতু। সেই সেতু কৃষর সেতুর বিকল্প হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্ধমানের সদরঘাটে বর্ধমান আরামবাগ রোডে দামোদরের ওপর কৃষক সেতু বয়সের ভারে জীর্ণ। তা নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হয়। তাতেও এই সেতুর ওপর যানবাহনের চাপ বাড়ছে। সেই সেতুর পাশে তৈরি হবে শিল্প সেতু। তার শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।

35

আজ মন্তেশ্বর হাসপাতালে সম্প্রসারিত ভবনের শিলান্যাস করবেন। কাটোয়া ও মঙ্গলকোটের রাস্তা নির্মাণ কাজের শিলান্যাস করবে।

45

মঞ্চ থেকে সবুজ সাথীর সাইকেল, কৃষক বন্ধুর সুবিধা, ভূমিবীনদের পাট্টার দান-সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা দওয়া হবে।

55

এরপর বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। তিনি ফের নতুন প্রকল্পের কথা জানান কি তা তা দেখার। জানা যাচ্ছে, তিনি আজ বিভিন্ন অঞ্চল ঘুরে দেখতে পারেন। সে কারণে প্রস্তুত রাখা হয়েছে জামালপুর, মেমারি, বড়শিলের শিবিরগুলো। সব মিলিয়ে আজ একাঝিক প্রকল্পের উদ্বোধন করবেন মুথ

Read more Photos on
click me!

Recommended Stories