ডিসেম্বরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে? বরাদ্দ নিয়ে বড় আপডেট সামনে

আর মাত্র কয়েক দিন। তারপরই ভাগ্য খুলবে রাজ্যের ২ কোটিরও বেশি মহিলার। চার দিন পরেই রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে লক্ষ্মীর ভাণ্ডারের ১০০০ টাকা।

 

Saborni Mitra | Published : Nov 26, 2024 3:19 PM IST / Updated: Nov 26 2024, 08:52 PM IST
110
লক্ষ্মীর ভাণ্ডার

রাজ্যের সবথেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে মহিলদের অনুদান দেয় মমতা বন্দ্যোপাধ্যয়ের সরকার।

210
প্রতিমাসেই টাকা

এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে সুবিধেভোগীদের মাসে মাসে ১০০০ টাকা দেয় রাজ্য সরকার। আর পিছিয়ে পড়া তফশিলি জাতি ও উপজাতিদের ১২০০ টাকা দেয় সরকার।

310
ডিসেম্বরে বড় ঘটনা

ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধেভোগী সংখ্যা বাড়িয়েছে রাজ্য সরকার। এবর থেকে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধে পাবে ২ কোটিরও বেশি মহিলা।

410
সুবিধেভোগীর সংখ্যা বৃদ্ধি

মমতা জানিয়েছেন ডিসেম্বর থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য নতুন ৫ লক্ষ ৭ হাজার মহিলাকে উপভোক্তা করা হয়েছে। যার কারণে উপভোক্তার সংখ্যার বেড়ে হয়েছে ২ কোটি ২১ লক্ষ।

510
লক্ষ্মীর ভাণ্ডার জন্য সরকারের খরচ

লক্ষীর ভাণ্ডার প্রকল্পের জন্য এতদিন সরকারে খরচ হত ৪৮ হাজার ৪৯০ কোটি টাকা। এবার তা বেড়ে হবে ৬২৫ কোটি টাকা।

610
ডিসেম্বরে খবর

নবান্ন সূত্রের খবর ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য বরাদ্দ রখা হয়েছে ২৩০০ কোটি টাকা।

710
বাকি প্রকল্প

ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ছাড়াও কৃষক বন্ধু ও অবাস প্রকল্পের টাকাও দেবে রাজ্য সরকার।

810
মোট খরচ

নবান্ন সূত্রের খবর ডিসেম্বরে শুধুমাত্র অনুদান দেওয়ার জন্যই খরচ হবে ৯ হাজার কোটিরও বেশি টাকা।

910
লক্ষ্মীর ভাণ্ডারের স্টেটাস

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পড়েছে কিন তা নিজের ফোন থেকেই জানতে পারবেন। স্টেটাস চেক করে তা জনতে পারবেন।

1010
লক্ষ্মীর ভাণ্ডারের যোগ্যতা

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য রাজ্যের নাগরিক হতে হবে। মহিলাদের বয় ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। প্রত্যেক মাসের ১০ তারিখের মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পড়ে যায়।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos