Canning News Today : মশারি টাঙাতে গিয়ে বিপত্তি, কেউটে সাপের ছোবল! কেউটে সাপের কামড়ে জখম যুবক, সাপ ধরে নিয়ে এলেন হাসপাতালে! ক্যানিংয়ের কুমড়োখালি গ্রামের ঘটনা। বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন যুবক। ১০টি এভিএস দেওয়া হয়েছে, অবস্থা স্থিতিশীল।