কসবা ধর্ষণকাণ্ড 'ছোট ঘটনা'! মদনের পর এবার বেফাঁস মানস, পাল্টা জবাব দিলেন সেচমন্ত্রী

Published : Jul 01, 2025, 04:56 PM ISTUpdated : Jul 01, 2025, 05:10 PM IST
Manas Bhuiyan

সংক্ষিপ্ত

কসবা আইন কলেজে ছাত্রীকে কলেজের মধ্যেই ধর্ষণ করার অভিযোগ উঠেছে তৃণমূল ঘনিষ্টের বিরুদ্ধে। এবার এই ঘটনা নিয়ে বেফাঁস মন্তব্য করলেন রাজ্যের সেঁচমন্ত্রী মানস ভুঁইয়া।

কসবা আইন কলেজে ছাত্রীকে কলেজের মধ্যেই ধর্ষণ করার অভিযোগ উঠেছে তৃণমূল ঘনিষ্টের বিরুদ্ধে। এবার এই ঘটনা নিয়ে বেফাঁস মন্তব্য করলেন রাজ্যের সেঁচমন্ত্রী মানস ভুঁইয়া। এর আগে এই ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন মদন মিত্র। তিনি তৃণমূল কংগ্রেস বিধায়ক হলেও রাজ্যের মন্ত্রী নন। কিন্তু এবার বিতর্কিত মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী। যা নিয়ে উত্তেজনা আরও বাড়বে বলেও মনে করছে ওয়াকিবহাল মহল।

মানস ভুঁইয়া কসবাকাণ্ডকে ছোট ঘটনা বলেছেন। কসবা কাণ্ডের আবহে যখন রাজ্যজুড়ে তোলপাড় চলছে, তখন এই ঘটনাকে 'ছোট্ট ঘটনা' বলে মন্তব্য করে নতুন বিতর্কে জড়ালেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া। মঙ্গলবার চিকিৎসক দিবসের এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। যদিও তিনি সরাসরি কসবা কাণ্ডের কথা উল্লেখ করেননি। তিনি বলেছেন, 'বাংলায় কিছু ঘটে গেলে গেল গেল রব তৈরি হয়ে যায়।' বিতর্ক শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ঢোঁক গিলেছেন তৃণমূল নেতা। তিনি জানিয়েছেন, তিনি কসবা-কাণ্ডের কথা বলেননি। তিনি একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, তিনি মূলত চিকিৎসাক্ষেত্রের ঘটনার কথাই বলেছেন। তিনি আরও বলেছেন, আরজি কর কাণ্ডে পদক্ষেপ করেছিলেন। তিনি আরও বলেছেন, রাজ্য পুলিশের বাইরে একইঞ্চিও এগোতে পারেনি সিবিআই।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মানস ভুঁইয়া বলেন, "পহেলগাঁও হামলার অভিযুক্তরা ধরা পড়েনি। আর বাংলার দিকে দেখুন। ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল গেল রব উঠল। ঘটনা তো কত ঘটে। স্ত্রী প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে পাহাড় থেকে ঠেলে ফেলে দিচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী মাতৃস্নেহে প্রতিটি ঘটনা সামলান।” তিনি আরও যোগ করেন, “কে কী সমালোচনা করছে দেখবেন না। ধীরগতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা নিয়ে এগিয়ে চলুন।” পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "সামান্য ঘটনা হয়েছে, তা নিয়ে হুড়োহুড়ি হচ্ছে।" তিনি আরও দাবি করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ঘটনাই এড়িয়ে যান না এবং আরজি করের ঘটনায় তাঁর নেওয়া পদক্ষেপের বাইরে সিবিআই এক ইঞ্চিও এগোতে পারেনি।

মন্ত্রীর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। বিরোধী দলের নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছেন, তৃণমূলের নেতা-নেত্রীদের মুখে আগেও এ ধরনের মন্তব্য শোনা গেছে। এই মন্তব্যের জেরে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Babri Masjid Foundation: বাবরি মসজিদ শিলান্যাস ঘিরে বেলডাঙায় জনস্রোত! সময় বাড়তেই উপচে পড়ছে ভিড়
শেষ পর্যন্ত সন্তানকে নিয়ে বাড়ি ফিরলেন সোনালি খাতুন, প্রথমে ভর্তি করা হয় হাসপাতালে