সুপ্রিম রায়ে চাকরি হারিয়ে পথে বসার যোগার, আত্মহত্যা করতে চান শিক্ষক দম্পতি! বিস্ফোরক দাবি মনোবিদের

Published : Apr 05, 2025, 12:47 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Murshidabad News: নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায়ে চাকরি খুঁইয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক- শিক্ষিকা। ঠিক যেন চাল থেকে কাঁকড় আলাদা করতে গিয়ে ফেলে দিতে হলো পুরো ভাতটাকেই।                                                                         

Murshidabad News: নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায়ে চাকরি খুঁইয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক- শিক্ষিকা। ঠিক যেন চাল থেকে কাঁকড় আলাদা করতে গিয়ে ফেলে দিতে হলো পুরো ভাতটাকেই। চাকরিহারার তালিকায় রয়েছে মুর্শিদাবাদের প্রায় আড়াই হাজার শিক্ষক-শিক্ষিকা। চাকরি হারিয়ে কীভাবে চলবে সংসার, কীভাবেই বা জোগাড় হবে অসুস্থ বাবার ওষুধের টাকা, কিংবা বাড়িতে থাকা ছোটো বাচ্চাটির পড়াশুনো খরচই বা কে চালাবে? সব মিলিয়ে তীব্র দুশ্চিন্তায় এখন দিন কাটছে হাজার হাজার অসহায় পরিবারের।

সেরকমই একসঙ্গে চাকরি হারিয়েছেন শিক্ষক দম্পতি অর্ণব যশ ও তাঁর স্ত্রী চন্দ্রাণী দত্ত। জানা গিয়েছে, আদতে বর্ধমানের বাসিন্দা দু’জনেই বীরভূমের দুই স্কুলে ভূগোলের শিক্ষকতা করতেন। খবরটা চাউর হতেই প্রতিবেশীদের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে। ছেলে-বউমার চাকরি হারানোর শোক সামলাতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন মা।

এরইমধ্যে এক মনোবিদের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা। তার লেখা একটি ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয়েছে বিস্তর চর্চা, তিনি লিখছেন, ''সারাদিন টিভির পর্দায় চোখ রাখতে পারিনি ব্যস্ততার কারণে। কাল রাত আটটায় দুজন শিক্ষক-শিক্ষিকা এলেন আমাকে দেখাতে। দু’জনেরই নাম প্যানেলে বাতিল হয়েছে।'' দম্পতির মানসিক অবস্থা দেখে নিজেই দ্রুত তাঁদের এই চরম সিদ্ধান্ত থেকে বিরত থাকার জন্য কাউন্সিলিংও করেন ওই রঞ্জন ভট্টাচার্য নামে ওই মনোবিদ।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই দম্পতির কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, ৭ বছর আগে বিয়ে হয়েছিল ওই দম্পতির। তাঁদের একটি ৫ বছরের একটি ফুটফুটে কন্যা সন্তানও রয়েছে। এহেন পরিস্থিতির চাপ সহ্য করতে না পেরে দু’জনেই আত্মঘাতী হতে চান। তাঁদের সঙ্গে কথাবার্তা বলে রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, তাঁদের এই চরম সিদ্ধান্তের পিছনে আর্থিক ক্ষয়-ক্ষতির থেকেও বেশি কাজ করছে সামাজিক সম্মানহানি। ফেসবুকে তিনি আরও লিখছেন, ''ওরা আত্মঘাতী হতে চান যতটা না আর্থিক অনিশ্চয়তার কারণে, তার চেয়ে বেশি অপমানিত বোধ করায় ও আত্মগ্লানির কারণে। সব মতাদর্শ, স্বার্থ ভুলে মনুষ্যত্বের জয় হোক। মানবতার এই গভীর সঙ্কটে এনাদের পাশে দাঁড়ান। চাল আার কাঁকরের ফারাক না বুঝে সবাইকে এক পঙক্তিতে আনা ঠিক নয়।''

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

WB Government Holidays: রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুণ খবর, টানা ৪ দিন ছুটি, ঘোষণা সরকারের
Haroa ISF TMC Clash: হাড়োয়ার আইএসএফ নেতাকে অপহরণ করে বেধড়ক মারধর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে