কিশোরীকে আটকে রেখে ধর্ষণ, পাহারাদার অভিযুক্তের স্ত্রী ও কন্যা, মুর্শিদাবাদে গ্রেফতার ৪

Published : Dec 09, 2024, 12:28 PM IST
Guna girl kidnapped and raped

সংক্ষিপ্ত

মুর্শিদাবাদের বহরমপুরে এক কিশোরীকে তিন দিন ধরে লজে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় এক যুবক সহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠল মুর্শিদাবাদের বহরমপুরে। তিন দিন ধরে লজে আটকে রেখে লাগাতার ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরে। এই অভিযোগে ইতিমধ্যে এক যুবক সহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভযোগ, নাবালিক ওপর যখন অত্যাচার চলত তখন তাকে পাহারা দিতেন তাঁর স্ত্রী ও কন্যা। শুধু তাই নয়, এই কিশোরীকে দেব ব্য়বসায় নামানোর পরিকল্পনা ছিল বলে অভিযোগ।

মুর্শিদাবাদে পুলিশ জেলার সুপার সূর্যপ্রতাপ যাদব দাবি করেন, ‘অভিযোগ পাওয়ার পরেই সক্রিয় হয় পুলিশ। অভিযোগ চালিয়ে অভিযুক্ত চার জনকেই গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

পুলিশ সূত্রের খবর, তিনদিন ধরে নিখোঁজ ছিল বছর পনেরোর ওই কিশোরী। থানায় ডায়েরিও করে তার পরিবার। কিন্তু, কোনও ভাবেই কিশোরীর হদিশ মিলছিল না। এর মধ্যেই পরিবারের লোকজন জানায় তারা মেয়েটির খোঁজ পেয়েছে। তারপর পরিবারের কথা মতো পুলিশ লজে তল্লাশি করে কিশোরীকে উদ্ধার করে। যুবকের সঙ্গে গ্রেফতার করা হয় অভিযুক্ত যুবকের স্ত্রী, কন্যা এবং বছর পঞ্চান্নের এক মহিলাকে।

 

পরে পুলিশ জানিয়েছে, শনিবার ধৃতদের বহরমপুর আদালতে হাজির করানো হয়েছিল। তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ধৃতদের জেরা করে তদন্তকারীদের একাংশের অনুমান, ধৃতরা পাচার চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে। কিশোরীকে দেহ ব্যবসায় নামানোর পরিকল্পনা ছিল বলেও জেরায় ইঙ্গিত মিলেছে। এর নেপথ্যে আর কেউ জড়িত কি না, তা জানার চেষ্টা চলছে বলে খবর।

 

PREV
click me!

Recommended Stories

৫ বছরে রেকর্ড ভাঙা শীত কলকাতায়, ১৯ ডিসেম্বর পর্যন্ত ঠান্ডা নিয়ে বড় পূর্বাভাস
'চাই না বলিনি, পাই না বলেছি' মুসলিম ভোট নিয়ে ফের অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু