স্কুল থেকে বাড়ি ফিরছিল নাবালিকা, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মায়ের সামনেই পরের পর দা-এর কোপ মারল নাবালক

Published : Sep 05, 2024, 06:16 PM IST
Rape case

সংক্ষিপ্ত

স্কুল থেকে বাড়ি ফিরছিল নাবালিকা, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মায়ের সামনেই দা দিয়ে পরের পর কোপ মারল নাবালক

মায়ের সঙ্গে স্কুল থেকে ফিরছিল দশম শ্রেণির ছাত্রী। আমচমকা পথ আটকায় এক নাবালক। প্রথমে কথা কাটাকাটি তারপর দা দিয়ে নাবালিকার মাথায় চার-পাঁচ বার আঘাত করে নাবালক। এরপরেই মার মুখি হয়ে ছুটে আসে সাধারণ মানুষ । কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে আঘাতের চোটে প্রায় মৃত প্রায় অবস্থায় পৌঁছেছে তরুণী। 

গণধোলাইয়ের পরে অভিযুক্তকে পুলিশে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় নাবালিকাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।। নৃশংস এই ঘটনাটি উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়া এলাকায় ঘটেছে বলে জানা গিয়েছে।

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণেই মেয়েটিকে দায়ের কোপ বসায় অভিযুক্ত বলে জানা গিয়েছে।

জানা যায়, স্কুল থেকে ফেরার সময় পথ আটকায় অভিযুক্ত। তারপর সামান্য বাকবিতণ্ডার পরে হঠাৎই নাবালিকার মাথায় চার-পাঁচবার দায়ের কোপ মারে অভিযুক্ত। মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ে নাবালিকা। এলাকার লোক ছুটে এসে অভিযুক্তকে মারধর করে। কিন্তু ততক্ষণে নাবালিকা প্রায় অর্ধমৃত অবস্থায় পৌঁছয় বলে জানা গিয়েছে। পরে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এবং নাবালিকাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু জোড়াল আঘাতের কারণে গুরতর অবস্থায় চিকিৎসাধীন দশম শ্রেণির ছাত্রী।

PREV
click me!

Recommended Stories

Suvendu Adhikari: বঙ্গে ফের শক্তি বাড়াচ্ছে গেরুয়া শিবির! শুভেন্দুর উপস্থিতিতেই বিজেপিতে বড় যোগদান
বর্ষবরণের রাতে দিঘায় ঘুরে বেড়াবে প্রমোদ তরী, বিচ উৎসবে ঘিরে উন্মাদনা বাড়বে পর্যটকদের