
২৪ ঘণ্টায় ৯ জোড়া যমজ সন্তান! এমনই আশ্চর্যের ঘটনা ঘটেছে বর্ধমানে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ঘড়ির কাঁটা ধরে মোট ১৮ টি সন্তান জন্মেছে বর্ধমান মেডিক্যাল কলেজে।
৯ জন মা মিলে জন্ম দিয়েছেন মোট ১৮টি সন্তান। এমন বিরল ঘটনা প্রায় শোনাই যায় না। তাই এই ঘটনা দেখে থ হয়ে গিয়েছেন বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মীরা। শুধু তাই নয়, ঘটনাটি জানাজানি হতেই হাসপাতালের সামনে ভিড় জমে গিয়েছে সাধারণ মানুষেরও। তবে কাউকে হাসপাতালের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।
১৮ জন সন্তানের মধ্যে ৭ জন ছেলে ও ১১ জন কন্যা সন্তানের জন্ম হয়েছে। দুর্গাপুজোশেষ হতেই এই ঘটনা ঘটায় একে অলৌকিক ঘটনা বলেও দাবি করেছেন অনেকে।
হাসপাতাল সূত্রে খবর, প্রতিটি গর্ভধারণই সাধারণ নিয়ম মেনেই হয়েছে। কোনও প্রযুক্তি বা আইভিএফ ব্যবহার করে এই গর্ভধারণ করা হয়নি। তাই এই প্রকাশ্যে আসতে অলৌকিক ঘটনার দাবি করছেন অনেকে।
শিশুদের জন্মের পরে তাদের অত্যন্ত সুরক্ষিত রাখা হয়েছে। কারণ অনেকে এসেছে এই ছোট্ট শিশুদের দেখতে চেয়েছেন। কিন্তু তার অনুমতি দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। এখন বেশ সুস্থই রয়েছেন মা ও শিশুরা। একসঙ্গে ৯ জোড়া সন্তান হওয়ার ঘটনা এর আগে কখনও ঘটেনি তাই এই ঘটনায় বেশ শোরগোল পড়ে গিয়েছে হাসপাতালেও।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।