
Raiganj News: মালদহ ও মুর্শিদাবাদের পর এবার উত্তপ্ত উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। অভিযোগ, সোমবার সকালে মুসলিম মহল্লার পাশেই বসবাসকারী একটি হিন্দু পরিবারকে লক্ষ্য করে হামলা চালানো হয়। প্রাণ বাঁচাতে ঘরছাড়া হয়েছেন পরিবারের সদস্যরা। ঘটনায় আহত হয়েছেন পরিবারের দুই সদস্য। আহতের নাম খোকা মজুমদার ও তাঁর ছেলে বিধান মজুমদার। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন রায়গঞ্জ জেলা হাসপাতালে (Raiganj News)।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে আচমকা উত্তেজনা ছড়িয়ে পড়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের লাগোয়া এক হিন্দু পরিবারের এলাকায়। সেই সময় কয়েকজন ব্যক্তি পরিবারের উপর হামলা চালায় বলে অভিযোগ। কী কারণে এই হামলা তা এখনও স্পষ্ট নয়, তবে ঘটনার পিছনে সাম্প্রদায়িক উত্তেজনার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না প্রশাসনের একাংশ।
অন্যদিকে জানা গিয়েছে, হামলার ঘটনায় আক্রান্ত খোকা মজুমদার গুরুতর আহত অবস্থায় রায়গঞ্জ হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন। তাঁর ছেলে বিধান মজুমদারও মাথায় ও শরীরে আঘাত পেয়েছেন বলে অভিযোগ। পরিবারের অন্য সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এলাকাজুড়ে চাপা উত্তেজনা রয়েছে বলে জানা গিয়েছে।
ঘটনার পর এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, তার জন্য নজরদারি বাড়ানো হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ''ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।''
অন্যদিকে, মগরাহাটে ঘরে মেঝেতে রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রীর দের। ঘটনার পর থেকে পলাতক স্বামী। প্রাথমিক তদন্তে অনুমান স্বামীর হাতে খুন হয়ে থাকতে পারেন ওই মহিলা। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার উড়েলচাঁদপুর গ্রামের। মৃত মহিলার নাম সুস্মিতা মন্ডল। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত স্বামী গোপীনাথ মন্ডল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মগরাহাট থানার উড়েল চাঁদপুর গ্রামে ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে মগরাহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে খুন করেছে স্বামী। গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে মগরাহাট থানার পুলিশ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।