Published : Feb 09, 2025, 01:36 PM ISTUpdated : Feb 09, 2025, 01:37 PM IST
কয়েকদিন পরেই বিধানসভায় রাজ্য বাজেট পেশ হতে চলেছে। ২০২৬ সালে বিধানসভা নির্বাচনের আগে এবারই শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হচ্ছে। ফলে রাজ্যে যে সমস্ত সামাজিক প্রকল্প রয়েছে, সেগুলিতে বরাদ্দ বৃদ্ধি করা হতে পারে।
রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারে অর্থ বৃদ্ধি করা হচ্ছে, বাজেটের আগেই ঘোষণা রাজ্যের মন্ত্রীর
কয়েকদিন পরেই রাজ্য বাজেট পেশ হতে চলেছে। তার আগেই প্রকাশ্য সভায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা করে দিলেন রাজ্যের দাপুটে মন্ত্রী।
210
লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ অর্থের পরিমাণ ৫০০ থেকে ৮০০ টাকা বাড়তে চলেছে
কোচবিহার উত্তর বিধানসভার বাঁকালির মঠ পঞ্চায়েত সমিতির মাঠে বিধানসভা ভিত্তিক কর্মিসভায় মন্ত্রী উদয়ন গুহ জানিয়েছেন, লক্ষ্মীর ভান্ডারে যাঁরা এখন ১,০০০ টাকা পান, তাঁদের জন্য বরাদ্দ বেড়ে ১,৫০০ টাকা হবে। যাঁদের বরাদ্দ ১,২০০ টাকা, তাঁরা ২,০০০ টাকা পাবেন।
310
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর ফের মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আশাবাদী উদয়ন গুহ
কর্মিসভায় উদয়ন গুহ বলেন, ‘মন্ত্রী হিসেবে নয়। কোনও নেতা হিসেবে নয়। একজন সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে আমি মমতা ব্যানার্জিকে চিনি এবং জানি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মমতা ব্যানার্জি চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন।’
410
রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ বরাদ্দ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে, আশাবাদী মন্ত্রী
রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যখন শুরু হয়, তখন প্রতি মাসে মহিলাদের ৫০০ টাকা করে দেওয়া হত। পরে এই অর্থ বৃদ্ধি পেয়েছে। খুব তাড়াতাড়ি আবার টাকা বাড়ানো হবে বলে আশা প্রকাশ করেছেন উদয়ন গুহ।
510
আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে মহিলা ভোটারদের মন জয়ে কসুর করছে না রাজ্য সরকার ও শাসক দল
মহিলাদের উদ্দেশ্যে উদয়ন গুহ বলেছেন, 'সব আপনাদের জন্য হবে। মায়েদের আঁচলে যেন টাকাটা যায়।'
610
বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বলেছেন, লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়ছে
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে শুভেন্দু অধিকারী আরও বলেছেন, ‘বাংলায় আমরা ক্ষমতায় এলে ৩,০০০ টাকা করে দেব লক্ষ্মীর ভাণ্ডারে। সব জায়গায় গেরুয়া, বাকি শুধু বাংলা। দিল্লিতে বিজেপি-কে ঢালাও ভোট, বাংলাতেও তাই করতে হবে।’
810
মহিলা ভোটারদের মন জয় করার জন্য বিভিন্ন রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প চালু করা হয়েছে
পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে সাফল্য পেয়েছেন, তেমনই অন্য অনেক রাজ্যেই সরাসরি মহিলাদের টাকা দিয়ে মন জয়ের চেষ্টা করা হচ্ছে।
910
এবারের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কী ঘোষণা হয়, সেদিকে তাকিয়ে সারা রাজ্য
রাজ্যের অনেক মহিলাই খরচ চালানোর জন্য লক্ষ্মীর ভাণ্ডারের উপর নির্ভরশীল। তাঁদের আশা, এবারের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ বৃদ্ধি করা হবে।
1010
লক্ষ্মীর ভাণ্ডারের উপর নির্ভর করেই ২০২৬ সালের নির্বাচনে জয় পাওয়ার লক্ষ্যে মমতা
২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় পাওয়ার কারণ হিসেবে অনেকেই লক্ষ্মীর ভাণ্ডারের কথা উল্লেখ করেছিলেন। ২০২৬ সালের লোকসভা নির্বাচনেও জয় পাওয়ার জন্য এই প্রকল্পের উপর নির্ভর করে থাকতে চাইছে শাসক দল।