সারাদিন ভ্যাপসা গরমে নাজেহাল হতে পারেন! দক্ষিণবঙ্গে স্বস্তির বর্ষা কবে আসবে? জেনে নিন
মঙ্গলবার রাতে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টিপাত হয়েছে। আজ সকাল থেকে আবহাওয়া সামান্য ঠান্ডা হলেও দিন বাড়তে তাপমাত্রা বাড়বে।
রাতের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।
তবে গরমের দাপট কমবে না কলকাতা সহ দুই ২৪ পরগণা, বাঁকুড়া, পুরুলিয়ায় তাপমাত্রা ভালোই বাড়বে বলে আশা করা যাচ্ছে।
তবে সন্ধের থেকে অনেকটাই কমবে তাপমাত্রা। আর কয়েকদিনের মধ্যেই বর্ষা প্রবেশ করতে চলেছে বাংলায়।
কেরলে ইতিমধ্যেই বর্ষা নেমেছে। ৩- ৪ দিনের মধ্যে বঙ্গে ঢুকে পড়তে পারে মৌসুমি বায়ু।
এর মধ্যে বেশ কয়েকবার কালবৈশাখীও দেখা দিচে পারে। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত দেখা দিতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।
১০-১১ তারিখের মধ্যে বর্ষা নামার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গে ইতিমধ্যেই ঢুকে পড়ছে মৌসুমী বায়ু। সময়ের আগেই নেমেছে বর্ষা।