তৃণমূল নেতাকে ল্যাম্প পোস্টে বেঁধে গণপিটুনি! তোলাবাজি নাকি গোষ্ঠীদ্বন্দ্ব ? ঘটনাটা কী?

তৃণমূল নেতাকে ল্যাম্প পোস্টে বেঁধে গণপিটুনি! তোলাবাজি নাকি গোষ্ঠীদ্বন্দ্ব ? ঘটনাটা কী?

Published : Jan 10, 2026, 09:02 PM IST

TMC News : কেন ময়নায় তৃণমূল নেতাকে ল্যাম্প পোস্টে বেঁধে মারধর করল উত্তেজিত জনতা? তোলাবাজির অভিযোগ কতটা সত্যি? ময়নার মল্লিকমোড় এলাকার এই চাঞ্চল্যকর ঘটনা এবং ৬ জনের নামে থানায় অভিযোগ দায়ের হওয়া নিয়ে বিস্তারিত খবর তুলে ধরা হলো এই ভিডিওতে।

TMC News : ময়নার মল্লিকমোড় এলাকায় তৃণমূল নেতাকে ল্যাম্পপোস্টে বেঁধে মারধরের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনায় ময়না পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষকে দীর্ঘক্ষণ আটকে রেখে মারধর করা হয় বলে অভিযোগ।

আসল ঘটনাটি কী? স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাতে ময়নার মল্লিকমোড় এলাকায় এই গণপিটুনির ঘটনা ঘটে। আহত নেতার নাম সন্দীপন। অভিযোগ, জনরোষের মুখে পড়ে তিনি প্রায় আধঘণ্টা ওই অবস্থায় আটকে ছিলেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র এবং অবস্থার অবনতি হলে তমলুকের একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয়।

বিজেপি ও স্থানীয়দের দাবি: বিজেপি নেতৃত্বের অভিযোগ, আতাউর নামে এক গরিব মানুষের কাছে বাড়ি করে দেওয়ার নাম করে টাকা চেয়েছিলেন ওই তৃণমূল নেতা। আতাউর টাকা না দিয়ে একটি খাস জায়গায় ঘর তুলতে গেলে সন্দীপন তা ভাঙচুর করতে যান। এই দেখেই স্থানীয় মানুষ ক্ষিপ্ত হয়ে তাকে ল্যাম্পপোস্টে বেঁধে মারধর শুরু করে। বিজেপির দাবি, এটি তৃণমূলের দীর্ঘদিনের তোলাবাজি এবং গোষ্ঠীদ্বন্দ্বের ফল।

তৃণমূলের পাল্টা দাবি: পাল্টা যুক্তি দিয়েছে তৃণমূল শিবিরও। তাদের দাবি, একটি খেলা দেখে ফেরার পথে সন্দীপন দেখেন একটি মসজিদের সামনে কিছু অসামাজিক লোক জায়গা দখল করে রেখেছে। তিনি বাধা দিতে গেলে ওই ব্যক্তিদের সাথে তার তর্কাতর্কি শুরু হয়। এরপরই পরিকল্পিতভাবে তাকে ঘিরে ধরে ল্যাম্পপোস্টে বেঁধে মারধর করা হয়।

বর্তমান পরিস্থিতি: এই মারধরের ঘটনায় ময়না থানায় মোট ৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকা বর্তমানে থমথমে।

04:52Sukanta Majumdar: ‘ডাল মে কুছ কালা হ্যায়...শাক দিয়ে মাছ ঢাকছেন মুখ্যমন্ত্রী!’ চরম কথা সুকান্তর
07:48ফাইল চোর কটাক্ষ! সবুজ ফাইলের রহস্য ও দিলীপ ঘোষের বিস্ফোরক দাবি | Dilip Ghosh Today | BJP | TMC | ED
06:05আইপ্যাক কাণ্ডে CBI তদন্তের আর্জি ইডির, কী মন্তব্য শুভেন্দুর? Suvendu Adhikari | IPAC | ED Raid
05:42উত্তরপাড়ার ঘটনায় ক্ষোভ উগড়ে দিলেন স্মৃতি ইরানী, একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কেও
07:47Dilip Ghosh : ফাইল চোর কটাক্ষ! সবুজ ফাইলের রহস্য ও দিলীপ ঘোষের বিস্ফোরক দাবি
04:39BJP News: মমতার ED কাণ্ডের প্রতিবাদে গঙ্গা জল নিয়ে পুলিশ প্রশাসনের প্রতীকী শুদ্ধিকরণ বিজেপির
05:43Smriti Irani: উত্তরপাড়ার ঘটনায় ক্ষোভ উগড়ে দিলেন স্মৃতি ইরানী, একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কেও
08:12ISF News: মহুয়া গড়ে তৃণমূল ছাড়ার হিড়িক! নদিয়ায় শাসক দলকে বড় ধাক্কা দিল ISF
08:24ED'র নজরে IPAC, মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণ নিয়ে সরব জাতীয় রাজনীতি | BJP TMC News | Mamata Banerjee
Read more